ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউরোপের ‘কিছু ব্যক্তিত্ব’ ‘রেড স্কোয়ারে আরও ভালো আসনের জন্য’ তার দেশের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের পথ আটকে দিয়েছে।
রোববার (৪ মে) চেক রিপাবলিকের রাজধানী প্রাগে দেশটির প্রেসিডেন্ট পিটার পাভেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তিত্ব বা দেশের নাম উল্লেখ করেননি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
জেলেনস্কি বলেন, ‘আমরা দুঃখিত যে ইউরোপের কিছু ব্যক্তিত্ব এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করছে। তাদের নিজস্ব দেশের স্বার্থের জন্য নয়, বরং রেড স্কোয়ারের মঞ্চে আরও ভালো আসন পাওয়ার জন্য। ’
জেলেনস্কি বলেন, ‘ইউরোপে আমাদের সকলের জন্য, এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় মূল্যবোধ সত্যিকার অর্থে প্রাধান্য পাবে। মূল্যবোধ, ব্যক্তিগত রাজনীতিবিদদের ইচ্ছা নয়। ’
রাশিয়ার রাজধানীতে আসন্ন কুচকাওয়াজের বিষয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেন শুক্রবার রাশিয়ান পক্ষ থেকে ‘উস্কানিমূলক’ কার্যকলাপকে উড়িয়ে দেয় নি। একতরফা যুদ্ধবিরতির প্রতি মস্কোর প্রতিশ্রুতিতে ‘কোনও বিশ্বাস নেই’।
গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত- তিন দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে জেলেনস্কি এই একতরফা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে মার্কিন প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রতি কিয়েভের সমর্থনের কথা বলেন।
তিনি বলেন, ‘পুতিন সত্যিই একটি কুচকাওয়াজে ট্যাংক প্রদর্শন করতে চান। কিন্তু তার এই বিষয়ে নয়, বরং তার যুদ্ধের আসল সমাপ্তি সম্পর্কে চিন্তা করা উচিত।’
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, চেক রিপাবলিকের নেতৃত্বে ইউক্রেনকে বৃহৎ-ক্যালিবার যুদ্ধাস্ত্র সরবরাহের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে কিয়েভ এই বছর ১.৮ মিলিয়ন আর্টিলারি শেল পেতে পারে।
আরএম/এসএন