ঢাকার ৩৩টি খাল ও লেককে দখল ও দূষণমুক্ত রাখতে এবং দুই পাড়ে সবুজায়নের মাধ্যমে জীববৈচিত্র্য পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৫ মে) এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে এসব তথ্য তুলে ধরেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি জানান, ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল, রাজউকের অধীন লেক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪টি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবেন নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা। ডিএনসিসি গাছ সরবরাহ করবে এবং নির্ধারিত মালীদের সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে অংশ নেবেন।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে রয়েছে: রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ (RSDB), গ্রীন ভয়েস, কমিউনিটি ভলান্টিয়ার্স, নগরাবাদ, সিডিসি, আশার আলো, ব্রাইটস, ইয়ুথ মেন্টর, আলোকিত করি, লাল সবুজ সোসাইটি, ফিনিস মনডিএল বাংলাদেশ, ইউএনডিপি, ইয়ং ক্লাইমেট নেটওয়ার্ক, ইকো টাউন নেটওয়ার্ক গ্লোবাল এবং ওএবি ফাউন্ডেশন।
এ সকল সংগঠন সোশ্যাল ম্যাপিংয়ের মাধ্যমে পরিকল্পনা ও নকশা অনুযায়ী খালের পাড়ে হিজল, জারুলসহ বিভিন্ন দেশীয় গাছ রোপণ করবে।
প্রতিটি সংগঠনকে সুবিধা অনুযায়ী নির্দিষ্ট খালের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।
একজন স্বেচ্ছাসেবকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার পুরোনো পুকুরগুলো শীঘ্রই দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলা হবে এবং কিছুদিনের মধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে পুকুর খনন ও পাড় বাঁধাই করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবকেরা।
এফপি/ এস এন