আ’লীগের ন্যারেটিভ এখনো আমরা অপরাধ করিনি, আ’লীগের ভবিষ্যৎ কী হবে, তা জুলাই আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেবেন: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি একটি টকশোতে বক্তব্য প্রদান করেন যেখানে তিনি উল্লেখ করেন, "আমার মতে, পুরো বিষয়টা এমনভাবে ভাবতে হবে যে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের ভবিষ্যত কী হবে। এই সিদ্ধান্তে আওয়ামী লীগ কীভাবে নিজেদের দেখতে চায়, সেটাও গুরুত্বপূর্ণ।"

শফিকুল আলম বলেন, "এখনো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশুচনা নেই, এবং তারা যেসব ন্যারেটিভ পুশ করতে চায়—যেমন, 'আমরা অপরাধ করিনি', 'আমরা আন্দোলনকারীরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে ক্রাইম করেছি'—এসব ভয়ানক ন্যারেটিভ প্রচারিত হচ্ছে। কিন্তু এটি যদি সত্যি হয়, তাহলে অবশ্যই বিচার হতে হবে।"

তিনি আরও বলেন, "তবে, যাদের বিরুদ্ধে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে, তাদের বিচার আগে হতে হবে। তারপরই আওয়ামী লীগের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তবে, প্রধান উপদেষ্টা সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কিনা, তা আওয়ামী লীগের সিদ্ধান্ত হবে।" এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, "যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায়, তবে তাদের আগে অপরাধের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে আসতে হবে।"

তিনি আরো উল্লেখ করেন, "এই নির্বাচন হবে না, যদি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অপরাধের অভিযোগ না ওঠে এবং বিচার প্রক্রিয়া না হয়। যারা আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অধিকারের লঙ্ঘন করা হয়েছে আওয়ামী লীগের দ্বারা। তাদের বিচার হবে, এবং তা যদি যথাযথ হয়, তবেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।"

এছাড়াও, শফিকুল আলম বলেন, "আইন প্রক্রিয়া ও বিচার থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, যেমন, আওয়ামী লীগের নেতাদের মধ্যে অস্ত্র বিতরণ, পুলিশের ভূমিকা এবং সংগঠনের ভেতরের সংশ্লিষ্টতা।"
অন্যদিকে, শফিকুল আলম জানান, "এই সরকারের প্রতিষ্ঠা গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং তাদের উদ্দেশ্য হলো, আন্দোলনে শহীদ ও আহতদের নিরাপত্তা এবং পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু বাস্তবে, তাদের উপর হামলা হচ্ছে—এটি উদ্বেগজনক। সরকার এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে।"

তিনি আরও বলেন, "আমরা যথাসম্ভব চেষ্টা করছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে, সরকারের কাছে সীমিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং তারা এর মধ্যেই সুরক্ষা প্রদান করবে।"
এছাড়াও, শফিকুল আলম উল্লেখ করেন, "গত সাত মাসে আওয়ামী লীগ পুলিশের উপর ৫০০ হামলা করেছে। আমরা চেষ্টা করছি এই হামলাগুলি প্রতিহত করার জন্য, এবং যারা এ ধরনের ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।"

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভিরাট কোহলির ‘অজান্তে লাইক’ রাতারাতি পাল্টে দিল অবনীত কৌরের ভাগ্য May 06, 2025
img
বার্সা ইতিহাস বদলানোর মিশনে মিলানে May 06, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ May 06, 2025
img
বাংলাদেশের শাকিব খানকে অনুকরণ করলেন শাহরুখ! May 06, 2025
img
প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীলঃআদিলুর রহমান May 06, 2025
img
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ বন্ধুর, ২ জন হাসপাতালে May 06, 2025
img
খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা May 06, 2025
img
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার May 06, 2025
img
যে কারণে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না আর্সেনাল ও বার্সেলোনাকে May 06, 2025
img
সরকার প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে তরুণদেরঃ আসিফ মাহমুদ May 06, 2025