‘ঢাকা ২০৪০’র মহরত অনুষ্ঠানে যা বললেন তারকা ও অতিথিরা (ভিডিও)  

হয়ে গেলো রাজধানীর ঢাকা ক্লাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের নতুন একটি সিনেমার মহরত। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ঢাকা ২০৪০’। মহরতে এই সিনেমার প্রধান তিন অভিনয় শিল্পী বাপ্পী চৌধুরী, নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশাসহ আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান এবং ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ সিনেমার প্রযোজক সনেট কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করা এবিএম সুমন।

অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে নৌপরিবহন প্র‌তিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেন, দীপঙ্কর দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ আমি সপরিবারে দেখেছি। চলচ্চিত্রের ক্রান্তিকালে বেশ বড় ভূমিকা রেখেছে চলচ্চিত্রটি। তার এই নতুন ছবির ভাবনাটিও আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর সিনেমাটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা ২০৪০’। মানে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১’র আগের বছরের ঘটনা দেখানো হবে এতে। সেইরকম উন্নত এক নগরী ফুটে উঠবে চলচ্চিত্রটিতে, সেটাই প্রত্যাশা সকলের।

এদিকে, অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে চলচ্চিত্রটির নির্মাতা দীপংকর দীপন বলেন, গেলো বছরের অক্টোবর মাস থেকেই ছবিটি নিয়ে ভাবছি। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে এর ঘটনা প্রবাহ ২০৪০ সালের। তখন আমাদের ঢাকার অবস্থা কেমন হতে পারে, সেটাই তুলে ধরার চেষ্টা করবো ছবিটিতে। এছাড়াও ২০১৯ সালে জন্ম নেয়া একটি ছেলে বা মেয়ে ২০৪০ সালে এসে কী করতে পারে, তার গল্প দেখানো হবে এতে। আমরা চলতি মাসের ২৪ তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু করবো বলে ভাবছি।

মহরত অনুষ্ঠানে ‘ঢাকা ২০৪০’র নায়ক বাপ্পি বলেন, বহু সময় ধরে ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি। এই ছবির জন্য আমি এই পর্যন্ত ছয়টি ছবি ছেড়ে দিয়েছি। এতদিন পর্যন্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যত কাজ করেছি, প্রত্যেকটির বাজেটে সীমাবদ্ধতা ছিল। আর এই ইন্ডাস্ট্রির স্বার্থে অনেক ভুল কাজও করেছি। অপেক্ষায় ছিলাম একটা ভালো বাজেটের ছবির কাজের। এবার সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

চলচ্চিত্রে আমার স্বপ্ন ছিলো, আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করা, যা মানুষকে স্বপ্ন দেখাবে। আমি আশাবাদী ছবিটি বিশ্ববাজারে প্রতিনিধিত্ব করবে। আমি এই ছবিতে দুর্দান্ত অভিনয় দেখাতে পারলে সামনে আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করবে, সেই লক্ষ্যেই মূলত প্রস্তুতি নিচ্ছি। আর এই ছবিতে আমার সহশিল্পী হিসেবে আছেন তিশা ও নুসরাত ফারিয়া। আমি আগে থেকেই তিশার একজন ভক্ত। আর ফারিয়া খুব ডেডিকেটেড এক মেয়ে। সব মিলিয়ে বলাই বাহুল্য, বেশ ভালো কিছু হতে যাচ্ছে।

মহরত অনুষ্ঠানে তিশার ভাষ্য, ভালো একটি কাহিনির আলোকে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাচ্ছি।

আর নুসরাত ফারিয়া বলেন, আমরা চলচ্চিত্রে এখন যে এগিয়ে যাচ্ছি, সেটা এই চলচ্চিত্রটি মুক্তির পর বুঝা যাবে। ‘ঢাকা ২০৪০’-এ কাজের জন্য আজ থেকে আরো ৯ মাস আগে আমার কাছে অফার আসে। কিন্তু ওই সময় আমি প্রস্তুত ছিলাম না। পরে দীপন দা যখন আমাকে গল্পটি বলেন, তখনই আমার ভালো লেগে যায়।

সত্যি, দাদা আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটা আমি বাস্তবে পর্দায় ফুটিয়ে তুলবো। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলি, আমার প্রিয় অভিনেত্রী তিশা আপু। আর বাপ্পীর কথা বলতে গেলে, সে আর আমি একই হাউজ থেকে (জাজ মাল্টিমিডিয়া) আসা। আমি দেখেছি ও কতোটা সিনেমাপ্রেমী। ও চলচ্চিত্রটির জন্য দিনরাত জিম করে ঘাম ঝরিয়েছেন। আশা করি, দর্শকদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল Jul 05, 2025
img
নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে: অ্যাটর্নি জেনারেল Jul 05, 2025
img
গত দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা Jul 05, 2025
img
ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে : ট্রাম্প Jul 05, 2025
img
ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার : মান্না Jul 05, 2025
img
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ ইসলাম Jul 05, 2025
img
করাচিতে পাঁচতলা ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ১৪ Jul 05, 2025
img
আমিই প্রথম করদাতা, আমি কর দিয়েছি আপনিও দিন: অমিত হাসান Jul 05, 2025
আ.লীগ নেতার ছেলের বিয়েতে পাহারা ছাত্রজনতার, প্রশাসনের সহায়তায় পালানোর অভিযোগ Jul 05, 2025
img
ভারত থেকে অবৈধভাবে আসা ৪ জন আটক Jul 05, 2025
img
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই Jul 05, 2025
img
দীর্ঘ অপেক্ষার পর দেশে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন…’ Jul 05, 2025
img
আর্থিক অনিয়মের অভিযোগে বার্সেলোনা ও চেলসিকে জরিমানা করল উয়েফা Jul 05, 2025
img
মবের ভয়ে সবচেয়ে বেশি ভীত ও আতঙ্কিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: গোলাম মাওলা রনি Jul 05, 2025
গুম নাটক সাজিয়ে প্রতারণা ঢাকলেন প্রধান সমন্বয়ক Jul 05, 2025
img
এমবাপ্পের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় রিয়াল কোচ আলোনসো Jul 05, 2025
img
গ্যারেথ বেল ও জ্যাক গ্রিলিশের সাবেক এজেন্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ Jul 05, 2025
৮ বছর পর বিচ্ছেদ নিয়ে যা জানালেন মিথিলা Jul 05, 2025
নির্বাচনের আগে ডিসি রদবদলের হাওয়া, তৈরি হচ্ছে ‘ফিট লিস্ট’ Jul 05, 2025
img
এক বছরে মব কালচারকে আমরা ‘বৈধ কাজ’ হিসেবে প্রতিষ্ঠা করেছি: মাসুদ কামাল Jul 05, 2025