ডিনার ডেটে আনুশকা-কোহলি, ভিডিও মুহূর্তেই ভাইরাল

বিরাট কোহলি বেশ কিছু দিন আগে সামাজিক মাধ্যমে অভনীত কৌরের একটি পোস্টে লাইক করেন। তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়। তৈরি হয় বিতর্কও। যদিও ইতোমধ্যে বিরাট কোহলি জানিয়েছেন—তিনি মোটেও অভনীতের কোনো পোস্টে লাইক করেননি। বরং এটির দায় তিনি ইনস্টাগ্রামের ওপর চাপিয়েছেন।

সম্প্রতি রাহুল বৈদ্য একটি ভিডিও পোস্ট করে কোহলিকে বিদ্রূপ করেছেন। সেখানে জানিয়েছেন কোহলি নাকি তাকে ব্লক করেছেন। এমনকি তার ভক্তদের দুই পয়সার জোকার বলে বিদ্রূপও করেছেন। এ ঘটনার পর বুধবার রাতে কোহলি ও আনুশকাকে ডিনার ডেটে যেতে দেখা গেল।

সেখানেই ঘটে যাওয়া একটি ঘটনা নজর কাড়ল নেটিজেনদের চোখ। ভাইরাল ভিডিও দেখে চর্চা শুরু, তবে কি অভনীতকাণ্ডের পর বিরাটের ওপর রাগ করে আছেন আনুশকা শর্মা?

এদিন ভারতীয় ক্রিকেটারের একটি ফ্যান পেজের তরফে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ডিনার ডেটের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে—এই তারকা জুটি তাদের গাড়ি থেকে নামছেন একটি রেস্তোরাঁর সামনে। জানা গেছে, ভিডিওটি গত মঙ্গলবারের। এটাই বিরাট ও আনুশকার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স অভনীতকাণ্ডের পর। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি আগে গাড়ি থেকে নেমে হাত বাড়িয়েছেন আনুশকার উদ্দেশে। কিন্তু অভিনেত্রী তার হাত না ধরে গাড়ি থেকে নামেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে রেস্তোরাঁর ভেতরে ঢুকে যান আনুশকা। তার পিছু পিছু যান কোহলিও। বিষয়টি মোটেই নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন বিরাটের পরনে ছিল সাদা টিশার্ট, কালো জিন্স ও টুপি। অন্যদিকে আনুশকার পরনে ছিল ক্রিম রঙের একটি জাম্প স্যুট।

সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখেই এক নেটিজেন লিখেছেন—আমি এটা কী দেখলাম! আনুশকা বিরাটের হাত ধরল না। আরেক নেটিজেন লিখেছেন— পাক্কা স্বামী স্ত্রীর ডায়নামিক।

আমিও আমার বরের হাত ধরি না। তৃতীয় নেটিজেন লিখেছেন—আহা রে বেচারা! চতুর্থ নেটিজেন বিরাটের কথা ধরেই তাকে কটাক্ষ করেন লিখেছেন—অ্যালগরিদম ভুল করে দেখিয়ে দিল যে আনুশকা বিরাটের হাত ধরেনি। কী হবে এবার?

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025
img
‘জুলাই চলবে’, যমুনার পথে এনসিপি নেতা সারজিস May 09, 2025