বাংলাদেশের প্রশংসায় অঙ্কুশ, নেটপাড়ায় শুরু সমালোচনার ঝড়

ভারত জুড়ে উত্তাল পরিস্থিতি। একদিকে মক ড্রিল, অন্যদিকে, অপারেশন সিঁদুর সবটা নিয়ে বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি। তার মাঝেই হঠাৎ করে সমাজমাধ্যমের পাতায় অঙ্কুশ হাজরা লিখলেন, বাংলাদেশের জন্য নাকি তাঁর মন খারাপ করছে।

টলিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ। তাঁর দীর্ঘ কেরিয়ারে একাধিক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছে। কেবল টলিউড না ঢালিউডের নানা অভিনেতা ও প্রযোজনা সংস্থার সঙ্গেও একাধিক ছবি করেছেন নায়ক। যদিও এপার বাংলার অনেক অভিনেতাই ওপার বাংলার অভিনেতা ও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেই থাকেন।

তবে এর ফলে কেবল কলকাতাতেই নয়, বাংলাদেশেও তাঁদের প্রচুর অনুরাগী তৈরি হয়ে যায়। অঙ্কুশও তার ব্যতিক্রম নন। দুই বাংলাতেই তাঁর অগণিত ভক্ত রয়েছেন। ওপার বাংলার মাহিয়া মাহি, নুসরত ফারিয়ার মতো তারকাদের বিপরীতেও একাধিক ছবিতে নায়ককে দেখা গিয়েছে।

শুধু কী তাই অনেক সময় দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতেও কাজ করেছেন নায়ক। আর সেই সংখ্যাটাও নেহাত কম নয়। তাই সব মিলিয়ে ওপার বাংলায় তিনি যখন যান, তখন বাংলাদেশের সব ভক্তরা যে নায়ককে দারুণ আপ্যায়ন তা তো বলাই বাহুল্য। তবে বহুদিন আগে শেষবারের জন্য কর্মসূত্রে বাংলাদেশে গিয়েছিলেন নায়ক।

বাংলাদেশের প্রতি অঙ্কুশের বিস্তর ভাললাগা। সেই কথাই যেন অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিতে বাংলাদেশে কাজের স্মৃতিচারণ করলেন নায়ক। 'অপারেশন সিঁদুর'-এর আবহে বাংলাদেশ প্রীতির কথা জানিয়ে করলেন পোস্ট।

বৃহস্পতিবার অঙ্কুশ একটি পোস্ট করেন। সেখানে একটি ছবি ভাগ করে নেন। ছবিটির ক্যাপশনে লেখেন, 'হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি । শেষবার বাংলাদেশে গেছিলাম শ্যুটিং করতে। অপেক্ষায়ে থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হল বাংলাদেশ।'

অঙ্কুশের এই পোস্ট দেখে বাংলাদেশী ভক্তরা যেমন আপ্লুত। তেমন এপার বাংলার অনেকে এই পোস্টে তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন লেখেন, 'কারণ আপনাদের অভিনয় বোঝার ক্ষমতা একমাত্র ওই দেশেরই আছে। এ দেশের লোকের অত ক্ষমতা নেই আপনাদের সিনেমা বুঝবে ওই জন্যই আপনাদের সিনেমা এখন আর কেউ টিকিট কেটে দেখেনা বিশ্বাস করুন। পশ্চিমবঙ্গের মানুষের অত টাকা আর নেই।সেটা ওই দেশের মানুষের আছে, তাই ওরাই আপনাদের জন্য যোগ্য দর্শক। বুঝলেন কিনা।' আর একজন লেখেন, 'বেশি আদিখ্যেতা'। তাঁর ওপার বাংলার এক অনুরাগী লেখে, 'আমরা সবাইকেই ভালবাসি কিন্তু আপনারা যে ভালোবাসা দেন তা বদহজম হয়।' তবে নায়কের অনেক বাংলাদেশী ভক্ত তাঁকে ওই দেশে যাওয়ার নিমন্ত্রণও জানিয়েছেন। পাশাপাশি ভালোবাসাও জানিয়েছেন।

কাজের সূত্রে অঙ্কুশকে 'নারী চরিত্র বেজায় জটিল' এবং 'মন খারাপ'-এ দেখা যাবে। তাছাড়াও চলতি বছর পুজোয় আসছে বহুল প্রতীক্ষিত ছবি 'রক্তবীজ ২'-এ, সেখানে তাঁকে মূল খলনায়ক হিসেবে দেখা যাবে।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত পরবর্তী আলোচনার নির্দেশ প্রধান উপদেষ্টার May 09, 2025
img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025