পাক-ভারত উত্তেজনা : বদলে যাচ্ছে আইপিএলের ভেন্যু

প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পরস্পর মুখোমুখি অবস্থানে অবতীর্ণ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। এবার ২২ গজের ক্রিকেটে এর প্রভাব পড়তে শুরু করেছে। চলমান পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান। একইভাবে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। সে কারণে সরিয়ে নেওয়া হচ্ছে একটি ম্যাচের ভেন্যু।

ভারত-পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি। সেসব অঞ্চল তো রয়েছেই, এর বাইরে অনেকগুলো প্রদেশও হামলার নিশানায় রয়েছে বলে জানা গেছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। সেই ম্যাচের ভেন্যু পরিবর্তনের আলোচনা চলছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ধর্মশালাকে ব্যবহার করছে পাঞ্জাব। যেখানে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ হিসেবে তারা মুম্বাইয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। গত রোববার ওই মাঠেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব খেলেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ওই ম্যাচে ২৩৭ রান সংগ্রহের পর স্বাগতিকরা লখনৌকে ৩৭ রনে হারিয়েছিল। এরপর আজ (বৃহস্পতিবার) ধর্মশালায় গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পাঞ্জাব।

তবে ওই মাঠে ১১ মে হতে যাওয়া মুম্বাইয়ের ম্যাচটি সরিয়ে নেওয়া হতে পারে গুজরাটের আহমেদাবাদে। ক্রিকইনফো বলছে, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) পাঞ্জাব-মুম্বাইয়ের ম্যাচ আয়োজনে আইপিএলের অনুরোধ মেনে নিয়েছে। জিসিএ সচিব অনিল প্যাটেল বলেন, তারা আইপিএলের চূড়ান্ত নিশ্চয়তার অপেক্ষায় আছেন। আর ম্যাচটি খেলতে হলে মুম্বাইকে বুধবার বিকেলের মধ্যেই অবতরণ করতে হবে আহমেদাবাদে।

বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। ১১ ম্যাচে আইয়ারের দলটির পয়েন্ট ১৫। বলিউড তারকা প্রীতি জিনতা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি প্লে-অফে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। বিপরীতে ১২ ম্যাচে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ১২ ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তাদের সম্ভাবনা আছে প্লে-অফে জায়গা করে নেওয়ার। মুম্বাইয়ের বাকি ২ এবং পাঞ্জাব আরও ৩ ম্যাচ খেলবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025
img
‘জুলাই চলবে’, যমুনার পথে এনসিপি নেতা সারজিস May 09, 2025