বলি-নায়কদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সাফ উত্তর সোনালি বেন্দ্রের

নব্বই দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তাঁর ঝুলিতে হিট ছবির সংখ্যা কম নয়। তবে সে সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছিল বিপুল আলোচনা। নব্বইয়ের দশকে সোনালির সঙ্গে রাজ ঠাকরের প্রেম নিয়ে চর্চা এখনও বহাল। তবে কেরিয়ারের একেবারে প্রথম দিকে অনেক নায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কথা বলেননি অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রেম, ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মুখ খুলেছেন সোনালি।

বর্তমান ডিজ়িটাল যুগে অতিরঞ্জিত শিরোনাম নিয়ে অনেকেই অভিযোগ জানান। সেই একই কথা বললেন সোনালি। তিনি বলেন, “সে সময় ‘ক্লিকবেট’ বলে কিছু হত না। কিন্তু তখন সাংবাদিকদের চটকদার শিরোনাম করার এতটাই পাগলামো থাকত। তাই সব ভুলভাল খবর লেখা হত।”

নায়িকা যখন কেরিয়ার শুরু করেছেন তখন বিভিন্ন ‘ফিল্মি ম্যাগাজ়িন’-এর বাড়বাড়ন্ত। অভিনেত্রী বলেন, “নিজেদের ম্যাগাজ়িনের বিক্রি বাড়ানোর জন্য আমার নামে ভুল খবর ছাপা হত। তাই আমার মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে।” তাই পরবর্তী কালে এই ধরনের কোনও রটনা শুনে বিচলিত হওয়া বন্ধ করে দেন সোনালি।

১৯৯৪ সালে বিনোদন দুনিয়ায় পা রাখেন সোনালি। সেই সময় প্রেমে পড়েছিলেন রাজ-সোনালি। কিন্তু রাজের কাকা বাল ঠাকরে ভীষণ কড়া। তাঁর কানে এ সম্পর্কের খবর পৌঁছোতেই ভ্রাতুষ্পুত্রকে রীতিমতো শাসিয়েছিলেন। জানিয়েছিলেন, এতে রাজনীতিতে প্রভাব পড়বে। পারিবারিক সমস্যা তৈরি হবে। সব মিলিয়ে রাজ অসম্মানিত হবেন। কাকার প্রতাপের কাছে সে দিন হার মেনেছিলেন রাজ। দূরে সরিয়ে দিয়েছিলেন সোনালিকে। বিয়ে করেন শর্মিলা ঠাকরেকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025