কথা ছিল চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। চলতি মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেই সিরিজের সূচিও প্রকাশ করেছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।
তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। জানালেন দ্রুতই জানা যাবে এই সিরিজের ভবিষ্যত।
আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি ফারুক বলছিলেন, 'এটা জানার জন্য (সিরিজ মাঠে গড়াবে কিনা) আরো ১-২ দিন অপেক্ষা করতে হবে। এখন তো মনে হচ্ছে যে অবস্থা ভালো না, কিন্তু দেখা যাক কি হয়।'
পাকিস্তান থেকে সিরিজটি সরিয়ে দুবাইয়ের মাটিতে নেওয়া হতে পারে কি না? এমন প্রশ্নের জবাবে ফারুক বললেন, 'এটা তো আসলে দুইটা বোর্ডের ওপরে ডিপেন্ড করে। তাছাড়া আমাদের সিরিজ না এটা, আমাদের অ্যাওয়ে সিরিজ আর পাকিস্তানের হোম সিরিজ। এখন আসলে সবকিছু দুই-তিন দিন পরে বোঝা যাবে বিস্তারিত।'
এসএন