ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামোভ।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুজনের মধ্যে কথা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দার জানান, ৬ থেকে ৭ মে'র মধ্যে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়, যাতে ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। তিনি বলেন, এই হামলার জবাবে পাকিস্তান ভারতের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে।
ইসহাক দার আরও জানান, পরিস্থিতির ব্যাখ্যা দিতে তিনি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, বায়রামোভ এই হামলায় বেসামরিক প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেন এবং পাকিস্তান জনগণের প্রতি আজারবাইজানের সংহতি পুনর্ব্যক্ত করেন।
তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, পরিস্থিতির আরও অবনতি রোধ করতে হলে সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং কূটনৈতিক মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা মাঝেমধ্যেই বৃদ্ধি পায়। তবে সাম্প্রতিক এই প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে।
টিএ/