রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী গ্রেফতার

 রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার ট্যুরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. শাহিনুর রহমান।

রিমান্ডে নেওয়া ওই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (৭ মে) রাতে রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকার একটি মেস থেকে পুলিশের পোশাকে তাকে আটক করে বলে জানা যায়। এর পরপরই পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আশপাশের থানায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে জানা যায়, মিজানুরকে ২১ মার্চ ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং সংগঠনটির পক্ষে প্রচারণা, সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।

কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন বিভাগের রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, ‘Come Out for Save Gaza’ ও ‘Protest Rally’ নামের কর্মসূচির প্রচার চালান, যা সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশে সংগঠিত হয়েছিল। পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন (টেকনো) ও ল্যাপটপ (লেনোভো) জব্দ করে বলে জানিয়েছে, যেখানে উগ্রপন্থি ও রাষ্ট্রবিরোধী কনটেন্টের প্রমাণ পাওয়া গেছে।

আরও জানা যায়, গ্রেপ্তার আসামি প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে হিজবুত তাহারীর সংগঠনের সঙ্গে জড়িত বলে জানান।

মিজানুরের বড় ভাই সাজু রহমান বলেন, তাকে সেদিন রাত ১১টার দিকে নারিন্দার মেস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তিন দিন কোনো খোঁজ পাইনি। পরে জানতে পারি, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রথমে তার অবস্থান নিশ্চিত না হওয়ায় উদ্বিগ্ন ছিলাম। পরে জানতে পারি তাকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

মামলার বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, মামলাটি আমি আসার আগে হয়েছে। মামলাটি ধানমন্ডি থানায় নথিভুক্ত হলেও এর তদন্ত করছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। এ বিষয়ে তারা আমার থেকে ভালো বলতে পারবে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানি হামলার পর সংবাদ সম্মেলন স্থগিত করল ভারতীয় বাহিনীর May 10, 2025
img
এক লাফে নারী ফুটবল বিশ্বকাপে বাড়ছে ১৬ দল May 10, 2025
img
কারিগরি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে শেখ হাসিনাসহ স্বজনদের নাম বাতিল May 10, 2025
img
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ May 10, 2025
img
ভারতে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান May 10, 2025
img
বগি লাইনচ্যুত, রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন চলছে বিলম্বে May 10, 2025
img
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকাসহ ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন May 10, 2025
img
ওটিটিতে শাহিদ আলাদা, নিলেন রেকর্ড পারিশ্রমিক May 10, 2025
img
শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড নয়, জেলাগুলোতে শুধুই সমাবেশ: হাসনাত May 10, 2025
img
রিয়াল মাদ্রিদে ফিরছেন আলোনসো, ঘোষণা দিলেন লেভারকুজেন ছাড়ার May 10, 2025