সংস্কৃতিকর্মী মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ
মোজো ডেস্ক 12:29PM, May 10, 2025
প্রখ্যাত সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী দেশের ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্ম নেওয়া একজন কিংবদন্তি। শুধু গায়ক নয়, লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও তার খ্যাতি ছিল দেশ ও বিদেশজুড়ে।
এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। তিনি সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে একটি সোনালি অধ্যায় রেখে গেছেন।"
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দেন।"
মোস্তফা জামান আব্বাসীর প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী সমাজ এবং সাধারণ মানুষ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।