বিএনপিসহ সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপ্রয়াস চলনো হচ্ছে কি না, জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সবাই চায়। জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। এ বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত এবং রহস্যজনকও বটে।’

তিনি আজ শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ব্যাপক হত্যা, গুম, দমন, নিপীড়ন, ভোটাধিকারসহ জন অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ছাত্র, গণ-অভুত্থানে হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। তারা গণশত্রুতে পরিণত হয়েছে।গণশত্রু ও গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘পতনের ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীর অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপর থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি করার অধিকার নাই।
বছরের পর বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী দমন-নিপীড়নের শিকার বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবি মৌখিক ও লিখিতভাবে জানিয়েছে সর্বাগ্রে। এজন্য আইন সংশোধনের কথাও বিএনপি বলেছে। কিন্তু আইনে মানবতাবিরোধী কাজের জন্য রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের বিধান প্রস্তাব থাকলেও উপদেষ্টা পরিষদ কেন সেই বিধান বাদ দিয়েছে, জনগণ তা জানতে চায়। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে যারা আন্দোলন করছেন, সেই এনসিপির প্রধান তখন উপদেষ্টা পরিষদে ছিলেন, ছাত্র প্রতিনিধিরা এখনও উপদেষ্টা পরিষদে আছেন, তারা এর দায় এড়াতে পারেন না।’

তিনি বলেন, ‘দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত।

শাহবাগে যারা আন্দোলন করছে, সরকারের নিয়ন্ত্রণও দৃশ্যত তাদের হাতে। এর জবাব তাদেরকেই দিতে হবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের প্রেসিডেন্ট, হত্যা মামলার আসামি কিভাবে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে গেল এবং ফ্যাসিবাদের বিচার, সংস্কার, নির্বাচন দৃশ্যমান না হওয়ার দায় অন্তর্বর্তী সরকার ও এনসিপি এড়াতে পারে না।’

তিনি পাড়া-মহল্লায়, অলিতেগলিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাত্র, গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। সকল চক্রান্ত ব্যর্থ করে গণ-অভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীন, আনোয়ার হোসেন, তাজিকুল ইসলাম, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবির হোসেন অন্তর বক্তব্য রাখেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে হলুয়াঘাট পৌর শহরের মোজাখালীতে কামাক্ষ্যা মাতার মন্দিরে বার্ষিক পূজা পরিদর্শন করেন। কামাক্ষ্যা মন্দিরে উপস্থিত হলে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এমরান সালেহ প্রিন্সকে স্বাগত জানান।

তিনি মন্দির প্রাঙ্গণে ঘুরে ঘুরে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, বেগম খালেদা জিয়ার রেইনবো নেশন, তারেক রহমানের ৩১ দফার আলোকে বিএনপি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।’

এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবতুষ সরকার, কামাক্ষা মাতার মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দত্ত, হালুয়াঘাট পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য মন্টি সরকার, বিএনপি নেতা উত্তম কুমার সরকার বাবুল, হিন্দু ধর্মীয় নেতা সঞ্জয় সরকার, অঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
প্রেমে সাড়া না পেয়ে অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৩ Jul 04, 2025
img
এসএসসির ফল প্রকাশের জন্য প্রস্তুত Jul 04, 2025
জুলাই পদযাত্রার গাড়িতে হামলা, যা বলছেন এনসিপি নেতা আক্তার Jul 04, 2025
img
অবশেষে ট্রাম্পের বড় জয়, পাস হলো ‘বিগ বিউটিফুল বিল’ Jul 04, 2025
img
চাঁদা না দেওয়ায় সিমেন্ট কারখানা ড্রেজারে হামলা, আহত ৭ Jul 04, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার Jul 04, 2025
img
গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩ শতাধিক Jul 04, 2025
img
বেনাপোলে একাধিক বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক Jul 04, 2025
img
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Jul 04, 2025
img
চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’ ছবিতে মৌনি রায়ের গ্ল্যামার ঝলক! Jul 04, 2025
img
সবার জন্য নয় কফি! কারা খাবেন না, জেনে নিন Jul 04, 2025
img
ইরানের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালাবে ইসরায়েল Jul 04, 2025
img
নিজ বাসভবনের মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি Jul 04, 2025
img
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ Jul 04, 2025
img
কানাডার ৬টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি Jul 04, 2025
img
‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন অভিনেত্রী সামান্থা! Jul 04, 2025
img
মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেবেন অভিনেত্রী জয়া! Jul 04, 2025
img
ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১০ Jul 04, 2025
img
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল ২ জনের Jul 04, 2025
img
পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বানের তীব্র নিন্দা জানাল ওআইসি Jul 04, 2025