এই গরমে ত্বকের যত্নে মুলতানি

গ্রীষ্মকালে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তীব্র রোদে ত্বক পুড়ে যায়, বাড়ে তেলতেলে ভাব আর ব্রণের প্রবণতা। সকালে ঘুম থেকে উঠে অনেকের মুখ—বিশেষ করে কপাল ও নাকের পাশে—চিটচিটে তেলের উপস্থিতি দেখা যায়, যা ত্বককে মলিন ও প্রাণহীন করে তোলে। এই পরিস্থিতিতে উপকারে আসতে পারে প্রাকৃতিক উপাদান মুলতানি মাটি।

চলুন জেনে নেওয়া যাক মুলতানি মাটির রূপচর্চায় উপকারিতা।

রূপচর্চায় বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি। এটি ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। ব্রণসহ নানা ত্বকের সমস্যা কমাতে এটি কার্যকর। রাসায়নিক উপাদানের চেয়ে মুলতানি মাটি নিরাপদ ও বেশি ফলদায়ক।

মুলতানি মাটির উপকারিতা

১। ত্বক পরিষ্কার রাখে: ফেসওয়াশের বিকল্প হিসেবে মুলতানি মাটি ত্বক থেকে ধুলা, তেল, মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর করে।
২। তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী: এটি ত্বকে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে ও ব্রণ কমাতে সাহায্য করে।
৩। রোমকূপ কমায়: মুখের খোলা রোমকূপ পরিষ্কার করে সেগুলো সঙ্কুচিত করে, ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।
৪। অ্যান্টিএজিং গুণ: বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বক টানটান রাখে।

ক্ষত সারায়: সানবার্ন, র‍্যাশ ও প্রদাহ কমায়, ত্বকের দাগ ও রঙের বৈষম্য দূর করে।

ব্যবহারের পদ্ধতি

১। ক্লিনজার হিসেবে: প্রতিদিনের ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করা যায়।
২। টোনার হিসেবে: ত্বক সতেজ রাখতে মুলতানি মাটির তৈরি টোনার ব্যবহার করা যেতে পারে।
৩। ফেসপ্যাক: মুলতানি মাটি দিয়ে বাড়িতেই ফেসপ্যাক তৈরি করা যায়। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই কার্যকর।

তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক রেসিপি

মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে ৩০ মিনিট লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল ও ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর May 12, 2025
img
তনুজা-বীণার সঙ্গে বসে কী ঘটালেন কাজল? May 12, 2025
img
টানা সংঘাতের পর কাশ্মীর সীমান্তে কাটল প্রথম শান্ত রাত May 12, 2025
img
সৌদিতে প্রাণ গেল আরও ১ হজযাত্রীর May 12, 2025
img
ইসরায়েলের বাধায় থমকে গেছে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি May 12, 2025
img
জুলাইকে অস্বীকার করে শান্তিতে থাকার সুযোগ নেই: আসিফ মাহমুদ May 12, 2025
img
বলিউডের তারকারা ভারত সরকারের বিরুদ্ধে নীরব : জাভেদ আখতার May 12, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ May 12, 2025
img
আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আজ শাহবাগে আনন্দ মিছিল May 12, 2025
img
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস May 12, 2025