বাংলাদেশের মডেলিং জগতের দুই কিংবদন্তি মুখ—নোবেল ও মোনালিসা। এক সময় যাদের হাসি-অভিনয় আর উপস্থিতি বিজ্ঞাপন ও টেলিভিশন পর্দায় রাজত্ব করতো, সেই দুই তারকাকে দীর্ঘদিন পর দেখা গেল একফ্রেমে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি ফটোশ্যুটে অংশ নেন নোবেল ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী মোনালিসা। সেই ফটোশ্যুটের একটি মুহূর্ত মোনালিসা শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে পাশাপাশি দেখা যায় নোবেল ও মোনালিসাকে—যা দেখে মুহূর্তেই আবেগে ভাসেন দুই তারকার ভক্তরা।
ছবিটি যেন ফিরিয়ে নিয়ে যায় সেই শূন্য দশকে, যখন টেলিভিশন স্ক্রিনজুড়ে ছিল তাদের আধিপত্য। সময় বদলালেও জনপ্রিয়তা কিংবা সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি—ভক্তদের মন্তব্যে স্পষ্ট সেই মুগ্ধতা।
ফটোশ্যুটের পুরো ছবি ও চমক নিয়ে আরও তথ্য শিগগিরই প্রকাশ হবে বলে জানা গেছে।