সড়কে বসানো যাবে না গরুর হাঁট, চাঁদাবাজি বন্ধে কঠোর সরকার

সড়ক মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া পরিবহনে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা জানান সরকারের দুই উপদেষ্টা। সভায় রেল উপদেষ্টা বলেন, রেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ৪০টি নতুন কোচ সংযুক্ত করা হবে। গত ঈদের মতো এবারেও ঈদ যাত্রা সহজ করা হবে। কোনো প্রকার চাঁদাবাজি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

ঈদ যাত্রা সহজ করতে সকল অংশীজনের সহযোগিতা চায় সরকার জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।তাই এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদের তিনটি বড় সাইনিং করা কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

আরআর/এসএন

Share this news on: