এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আগামীকাল থেকে কলমবিরতি

নতুন অধ্যাদেশে এনবিআর বিভক্ত, কর্মকর্তাদের তিনদিনের কলম বিরতির ঘোষণা

পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের অধীন সব কাস্টম হাউস, কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে বক্তারা জানান, ১৭ মে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে যদি সরকার দাবিতে সাড়া না দেয়।

কাস্টমস ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, “সংস্কারের নামে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটি পুরোপুরি গোপনীয়ভাবে হয়েছে। পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ হয়নি, আমাদের মতামত নেওয়া হয়নি। আমরা এই অধ্যাদেশ বাতিল চাই এবং স্টেকহোল্ডারদের আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার চাই।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী,

১৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা,

১৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা এবং

১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে।

তবে এই সময় আমদানি-রপ্তানি, আন্তর্জাতিক যাত্রীসেবা এবং বাজেট কার্যক্রম চলবে। অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

এনবিআরের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা বলেন, “এই আন্দোলন কোনো ব্যক্তিগত বা ক্যাডার স্বার্থের জন্য নয়। এটি একটি রাষ্ট্রীয় কাঠামো রক্ষার আন্দোলন। আমাদের বিশেষায়িত জ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান নিশ্চিত করা দরকার।”

এ সময় এনবিআরের পক্ষ থেকে রাজস্ব সংস্কার নিয়ে গঠিত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়। কর্মকর্তারা বলেন, এই প্রতিবেদন ছাড়া সঠিক সংস্কার সম্ভব নয়।

উপকর কমিশনার শাহ মো. ফজলে এলাহী বলেন, “রাজস্ব ব্যবস্থা রাষ্ট্রের মেরুদণ্ড। এনবিআরের মতো একটি সংস্থা বিলুপ্ত করার আগে সবার মতামত জরুরি। আমরা চাই অধ্যাদেশটি বাতিল করে নতুনভাবে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হোক।”

এদিন বিকেলে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সংস্থার প্রাঙ্গণে এলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। পরে তিনি গাড়িতে করে এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিলুপ্ত হয়ে গেছে। এখন থেকে রাজস্ব খাত পরিচালিত হবে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ এই দুটি আলাদা ইউনিটের মাধ্যমে। এনবিআরের অধীনে থাকা কাস্টমস ও আয়কর কর্মকর্তারা এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ অধ্যাদেশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টলিপাড়ার দ্বন্দ্বে কাজহীন অনির্বাণ Jul 06, 2025
img
কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই : সালাহউদ্দিন Jul 06, 2025
img
রেকর্ড জয়ে সিরিজে সমতা ভারতের Jul 06, 2025
img
ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা Jul 06, 2025
img
লোহিত সাগরে জাহাজে হামলা, চলছে গোলাগুলি Jul 06, 2025
img
৫ আগস্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব : নাহিদ Jul 06, 2025
img
বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক Jul 06, 2025
img
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Jul 06, 2025
img
ট্রাম্পের শুল্ক স্থগিতের তিন মাস সময় শেষের পথে, পরবর্তীতে কী হবে Jul 06, 2025
img
কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে : আইসিটি সচিব Jul 06, 2025
img
সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাজ্য, বিশাল আর্থিক সহায়তার ঘোষণা Jul 06, 2025
img
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি Jul 06, 2025
img
ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন : হাসনাত Jul 06, 2025
img
আগস্টে ভারত না আসায় বিকল্প প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ Jul 06, 2025
img
আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ Jul 06, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 06, 2025
img
নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি : শায়েখে চরমোনাই Jul 06, 2025
img
'ধুরন্ধর' সিনেমায় রানভীরের বিপরীতে কে এই সারা অর্জুন? Jul 06, 2025
img
নান্দাইলে বজ্রাঘাতে প্রাণ গেল পিতা-পুত্রের Jul 06, 2025
img
সানগ্লাস পরে দুর্গত এলাকা পরিদর্শনে বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা Jul 06, 2025