লিবিয়ায় বিদেশি দূতদের ব্রিফিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের অংশগ্রহণ

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অংশ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তাহের আল-বাউরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের উদ্দেশে রাজধানী ত্রিপলীর সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবহিত করেন।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি ত্রিপলীর বৃহত্তর আবুসেলিম এলাকায় বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন বলে তাদের অবহিত করেন।

বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

আরএম/টিএ


Share this news on: