তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে আজ থেকে মাঠে নেমেছে বাংলাদেশ 'এ' দল। সিলেটে প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চালকের আসনে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা ইতোমধ্যেই ৮ উইকেট হারিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দিনে ৬৪ ওভার ব্যাট করে তারা স্কোরবোর্ডে রান জমা করেছে ২২৬।
পেসার এনামুল হক প্রথম দিনে ৯ ওভার বল করে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের শিকার ৪ উইকেট। দিনশেষে অপরাজিত আছেন ১০৬ বলে ৬৮ রান করা মিচ হে ও ২১ বলে ১১ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ক।
এর আগে দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ দল। কিউইরা ১০১ রানেই ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। রাইস মারিউ ১৩, অধিনায়ক জো কার্টার করেন ১৭ রান। তিনে নামা নিক কেলি ৪০ বলে ২০ রান করে এবাদত হোসেনের লেগ বিফোরের ফাঁদে পড়ে উইকেট হারান। মোহাম্মদ আব্বাস (৫ রান) ক্যাচ দেন উইকেটকিপারের হাতে।
এ ছাড়া ম্যাথু বয়েলের ব্যাট থেকে আসে ১৪, জশ ক্লার্কসন বোল্ড হন এনামুলের দারুণ এক ডেলিভারিতে।তবে ৬ উইকেটে যাওয়ার পর দলকে উদ্ধার করেন ফক্সক্রফট। তিনি ব্যক্তিগত ৪৭ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। যদিও ৩ রানের জন্য মিস করেন ফিফটি। ফক্সক্রফট ও মিচের সৌজন্যে দিনের শেষটায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কিউই শিবিরে।
এমআর/এসএন