অসাধারণ প্রতিভা আর ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই বিস্ময় বালক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রতিনিয়তই বাড়ছে তার প্রশংসার জোয়ার। নিঃসন্দেহে, এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এমনকি চেলসির ইংলিশ উইঙ্গার কোল পালমারের মতে, বর্তমানে বিশ্বের সেরা ফুটবলারই ইয়ামাল।
আসলে, ক্যারিয়ারের শুরু থেকেই ইয়ামালকে নিয়ে মুগ্ধতা কমেনি। গত মৌসুমে বার্সেলোনা এবং স্পেনের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার আরও এক ধাপ ওপরে উঠেছেন মাত্র ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগেই দুর্দান্ত খেলেন ইয়ামাল। ১৩ গোলের রোমাঞ্চকর দুই লেগ শেষে বার্সেলোনা বিদায় নিলেও আলোচনায় ছিলেন কেবল ইয়ামাল। এ মৌসুমে দুটি ফাইনালসহ রেয়াল মাদ্রিদের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে সব ম্যাচেই বার্সেলোনার জয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।
মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো এবং বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা দাভিদ ভিয়া পর্যন্ত মনে করছেন, আগামী ব্যালন দ’রের অন্যতম ফেভারিট হতে যাচ্ছেন ইয়ামাল।
এবার ‘স্কাই স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে প্রশংসা করলেন চেলসির উইঙ্গার কোল পালমারও।
তিনি বলেন, “লামিনে ইয়ামাল? (তার পারফরম্যান্স নিয়ে) পাগলাটে ব্যাপার, তাই না? আমি সত্যিই মনে করি, (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড় সে।”
পালমার আরও যোগ করেন, বয়সের তুলনায় ইয়ামাল কতটা পরিণত, সেটাও চোখে পড়ার মতো।
“মাঠে সে যা কিছু করে, তাকে দেখে কেমন অনুভূতি হয়... আমি তার খেলা দেখতে সত্যিই উপভোগ করি। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে একটুও ভয় পায় না সে।”
১৭ বছর বয়সে এমন পারফরম্যান্স কতটা কঠিন—এই প্রশ্নে পালমারের সোজাসাপ্টা জবাব, “আমি জানি না, আমি কখনও চেষ্টা করিনি (হাসি)!”
এসএস/টিএ