পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

জম্মু-কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে টানা ১৯ দিন চরম উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই ১৯ দিনের মধ্যে বেশ কয়েকবার বড় ধরনের সংঘাতেও জড়িয়েছে চিরবৈরী দুই দেশ। ভারতের ‘অপারেশন সিঁদুরের’ জবাবে পাকিস্তান চালিয়েছে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, অনেকের মতে যেখানে সামরিকভাবে এক প্রকার পর্যুদস্ত হয়েছে ভারত।

মাত্র দিন তিনেকের সংঘাতে অত্যাধুনিক রাফালসহ হাফ ডজন যুদ্ধবিমান হারিয়েছে ভারত। সেইসঙ্গে তাদের ক্ষেপণাস্ত্রের গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর আছে। এক কথায়, চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে দেশটির। তবে, এমন দাবি মানতে একেবারেই নারাজ তাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বরং, পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ অকল্পনীয়ভাবে সফল হয়েছে বলেই দাবি করছেন তিনি। একইসঙ্গে পাকিস্তানে আরও বড় ধরনের সামরিক অভিযান হবে বয়লে হুঙ্কারও দিয়ে রেখেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। 

শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএনআই। 

ভারতীয় সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকে নিয়ম করে বিভিন্ন সেনাঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার একদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেছেন পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে, অন্যদিকে গুজরাটের ভূজ বিমানঘাঁটি পরিদর্শনে গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাশতা–পানি খেতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি আমরা।

এরপরই হুঙ্কার ছেড়ে রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতা প্রদর্শনের ছোট্ট একটা ট্রেলার। পুরো পিকচার সময় হলে দেখানো হবে।

এসময় নিজেদের তৈরি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে দিনের ঔজ্জ্বল্য কেমন লাগে।

এছাড়া, পাকিস্তানকে আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ দেওয়া নিয়ে অসন্তোষ লুকিয়ে রাখতে পারেননি ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) পাকিস্তানকে যে ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে, তা পুনর্বিবেচনা করা দরকার। এই ঋণের টাকায় সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করবে পাকিস্তান। কাজেই এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কি না, তা বিবেচনা করে দেখা দরকার।

রাজনাথ আরও বলেন, পাকিস্তান বারবার আইএমএফের কাছ থেকে ঋণ নেয়। আর ভারত আইএমএফকে তহবিল গড়তে সাহায্য করে, যাতে দরিদ্র দেশগুলো ঋণ পেতে পারে।

প্রসঙ্গত, পহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে অপারেশন সিঁদুর পর্যন্ত ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিও দাবি করা হয়েছে। দুই দাবির কোনোটিই এখন পর্যন্ত মানা হয়নি। দুটি সর্বদলীয় বৈঠকের একটিতেও হাজির ছিলেন না মোদি। সংসদের অধিবেশন ডাকা নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি; তবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে দল হিসেবে বিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে দেশব্যাপী তেরঙা যাত্রা শুরু করা হয়েছে। ১১ দিন ধরে চলবে এই যাত্রা। পাশাপাশি ভারত সরকার ঠিক করেছে, পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে আরও কোণঠাসা করতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধিদের পাঠানো হবে। সংসদীয় দলের সদস্যদের নিয়ে এসব প্রতিনিধিদল গড়া হবে।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
দেশে টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস Jul 04, 2025
১০ মিনিটে সারাদিনের দেশের আলোচিত সব খবর Jul 04, 2025
img
সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা জুলাই ঘোষণাপত্র দিতে না পারা : শিবির সভাপতি Jul 04, 2025
img
জুলাই যোদ্ধাদের সনদ দেওয়া সম্ভব কিন্তু একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন Jul 04, 2025
img
অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানায় উন্মাদনা ছড়াচ্ছে ‘ওয়ার ২: প্রথম শো ভোর পাঁচটায় Jul 04, 2025
img
ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম Jul 04, 2025
img
মন্দোদরী চরিত্রে পা রাখছেন কাজল? Jul 04, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 'কঙ্গুভা ২' -এর দাবি ফ্যানদের Jul 04, 2025
img
যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালাল ইসরায়েল Jul 04, 2025
img
পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ Jul 04, 2025
img
চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় নিহত ৩ Jul 04, 2025
img
‘আখণ্ড ২’তে কেন্দ্রীয় চরিত্রে বজরঙ্গি’র মুন্নি Jul 04, 2025
img
সিরিজে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের: জয়সুরিয়া Jul 04, 2025
img
রাবণ কি ফিরছেন আধুনিক রূপে: আল্লু অর্জুন-প্রশান্ত নীলের ‘রাবণম’ ঘিরে রহস্য Jul 04, 2025
img
পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, দাবি ভারতের Jul 04, 2025
img
কপিলকে ছুঁয়ে ধোনির পথে এগোচ্ছেন জাদেজা Jul 04, 2025
'জুলাইয়ের বিচারের আগে নির্বাচন হতে দেব না' Jul 04, 2025
গাজীপুরে বিএনপির সমাবেশ থেকে কি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ? Jul 04, 2025
img
টানা তিন হিট, এক ক্যামিও: বলিউডে নির্ভরতার নাম অক্ষয় কুমার Jul 04, 2025
img
বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই: সামান্তা শারমিন Jul 04, 2025