পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিশাদ পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তিনি একজন হাফেজে কোরআনও ছিলেন।
রিশাদের বাবা মো. আব্দুর রশিদ জানান, দু-তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে সেটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে ফ্যানটি খুলছিল। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিশাদকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রওনা হওয়ার আগেই তার মৃত্যু হয়।
রিশাদের মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই রিশাদকে ভদ্র, মেধাবী ও ধর্মপ্রাণ শিক্ষার্থী হিসেবে জানতেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আরএ/এসএন