পিএসএল খেলতে ইসলামাবাদ পৌছেছেন সাকিব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রোববার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নিলামে কেউ আগ্রহ না দেখালেও, পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে নতুন করে নেওয়া হয়েছে কয়েকজনকে। সেই ধারাবাহিকতায় সাকিবকে ভিড়িয়েছে লাহোর। তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন।

এদিকে, পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’

পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভিসা পেতে পর্যটকদের আর্থিক সামর্থ্যের প্রমাণ চায় থাইল্যান্ড May 17, 2025
img
খুলনায় এক হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি May 17, 2025
img
আজ থেকে শুরুর কথা থাকলেও আইপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা May 17, 2025
img
লালমনিরহাটে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত May 17, 2025
img
১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত May 17, 2025
সেলিব্রেটি ক্রিকেট লিগে মীমের বিরুদ্ধে উকিল নোটিশ May 17, 2025
img
আদালতে অভিনেত্রীকে বাজে স্পর্শ আইনজীবীর May 17, 2025
img
সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের পরাজয় May 17, 2025
img
এসিআর জমা দিচ্ছেন না সরকারি চাকরিজীবীরা May 17, 2025
img
চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুর মানের চাই, তবে দেশের স্বার্থ বিকিয়ে নয় : শাহজাহান চৌধুরী May 17, 2025