মার্টিনেজের গন্তব্য কি বদলাবে? সামনে তিন বড় প্রস্তাব

টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা। এখন পুরো মনোযোগ তাই সেদিকে থাকার কথা, কিন্তু সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ক্লাবটির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ ম্যাচের পর দর্শকদের উদ্দেশ্যে তার করা ইশারা-ইঙ্গিত যেন বিদায়ের বার্তাও হতে পারে—এমন গুঞ্জন শুরু হয়েছে। চলতি মৌসুমে সেটাই ছিল ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, উনাই এমেরির অ্যাস্টন ভিলা ছাড়ার সম্ভাবনা প্রবল মার্টিনেজের। যদিও এক বছর আগে তিনি ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন, তবু নিজ অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা রয়েছে এই আরসেনাল সাবেক গোলরক্ষকের। এমিকে ঘিরে আসা প্রস্তাব নিয়ে বার্মিংহামের ক্লাবও আগ্রহী বলে শোনা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্টিনেজ। ইউরোপের বড় ক্লাব থেকেও আরও দুই প্রস্তাব এসেছে। যদিও প্রস্তাবের টাকার অঙ্ক বা আরও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে নিশ্চিত যে, ৩২ বছর বয়সী এই গোলরক্ষক এখনই সৌদি লিগে যোগ দেবেন না কারণ তার ক্যারিয়ার এখনও চূড়ান্ত সীমায় পৌঁছায়নি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ইতোমধ্যে দুটি ইয়াসিন ট্রফি এবং ২০২২ সালে ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। টিওয়াইসি স্পোর্টসের যুক্তি, মার্টিনেজ প্রিমিয়ার লিগ ছেড়ে তুলনামূলক নিম্নমানের কোনো লিগে যাবেন না, বিশেষত ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতির জন্য বড় প্রতিযোগিতায় থাকা তার পক্ষে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইংলিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘মেইল স্পোর্টস’ জানিয়েছে, এমিলিয়ানো মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে অ্যাস্টন ভিলা। তারা স্কোয়াড নতুন করে সাজাতে চায় এবং অন্তত তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছে। স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ভিলা, যার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো।

গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচের পর দর্শকদের অভিবাদনের জবাবে অশ্রুসিক্ত চোখে ধন্যবাদ জানান মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দিয়ে ২১১ ম্যাচ খেলা এই তারকার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে কোচ এমেরি বলেন, ‘এটি ভবিষ্যতে দেখা যাবে। অবশ্যই এই মৌসুমে এটি ঘরের মাঠে আমাদের শেষ ম্যাচ, আর আমি জানি না এরপর কী ঘটবে। আমরা দল ও খেলোয়াড়দের ভবিষ্যত দেখতে পারব। তার আগপর্যন্ত সে মাঠে নিজের সেরাটা দিচ্ছে।’


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের কারণে এগিয়ে এলো কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ Dec 15, 2025
img
লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ Dec 15, 2025
img
১০ বিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ! Dec 15, 2025
img
সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টে বিচারকাজ Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া Dec 15, 2025
img
হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি লাই দোষী সাব্যস্ত Dec 15, 2025
img
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শোনালেন জন কবির Dec 15, 2025
img
বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৮ নম্বরে রাজধানী ঢাকা Dec 15, 2025
img
মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতে ডুবল মরক্কো, প্রাণ গেল অন্তত ২১ জনের Dec 15, 2025
img
ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৭২ ঘণ্টা ধরে জ্বলছে জুকো উপত্যকা Dec 15, 2025
img
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের ইসির চিঠি Dec 15, 2025
img
বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু Dec 15, 2025
img
শীতে কাবু তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিজিবির Dec 15, 2025
img
আর নেই সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন Dec 15, 2025
img
৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজের সব টিকিট বিক্রি Dec 15, 2025
img
১৩ মাস পর নিউজিল্যান্ড টেস্ট দলে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল Dec 15, 2025
img
বাবরি মসজিদ নির্মাণের অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ Dec 15, 2025
img
বগুড়া সদর থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও Dec 15, 2025