গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করে অন্তত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।
অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার শ্রমিকদের ভাষ্য, ছয়তলা বিশিষ্ট এই কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টার দিকে অনেকেই কারখানায় প্রবেশের পর সরবরাহকৃত ট্যাপের পানি পান করেন। এরপর আধা ঘণ্টার মধ্যেই একে একে অনেকে বমি ভাব, মাথা ঘোরা ও পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান।
সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ জানান, ‘অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমিভাব, পেটব্যথা ইত্যাদি লক্ষণ দেখা গেছে। তাদের অধিকাংশই চিকিৎসা নেওয়ার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।’
সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এখানে ৬০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আক্রান্তদের প্রধানত পেটের পীড়া ও বমির উপসর্গ ছিল।’
এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। কারখানার পানি সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসএস/এসএন