জুলাইয়ে ঢাবিতে হামলাকারীদের তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন প্রক্টর

শিক্ষার্থীদের সদিচ্ছার অভাবে জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্রলীগের ভাড়া করে আনা সন্ত্রাসীদের তালিকা অসম্পূর্ণ হয়ে আছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। চলতি বছরের ১৭ মার্চ এ কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করেন। এর মধ্যে ঢাবি ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ও পটুয়াখালী জেলার একজন ছাত্রলীগ কর্মী ছিল।

শিক্ষার্থীদের দাবি, রিপোর্টে ছিল না ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানাসহ ছাত্রলীগের চিহ্নিত অনেক সন্ত্রাসীর নাম। এ নিয়ে গত ১৭ মার্চ বিকেলে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।

এ প্রসঙ্গে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা শিক্ষার্থীদের কাছে জুলাইয়ে হামলাকারীদের তথ্য আহ্বান করেছিলাম। তারা আমাদের কাছে যাদের তথ্য ও প্রমাণ দিয়েছে অর্থাৎ ১২৮ জনের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণ অনুসন্ধান কমিটির কাছে আছে। শিক্ষার্থীরা তানভীর হাসান সৈকতের নাম হামলাকারী হিসেবে তথ্য ও প্রমাণ দিলে এ তালিকায় তিনিও অন্তর্ভুক্ত থাকতেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে তথ্য অনুসন্ধান কমিটি ১২৮ জন হামলাকারীর রিপোর্ট দিয়েছে। হামলাকারীর সংখ্যা আরও বেশি হওয়ার কথা। তাই আবারও তথ্য অনুসন্ধান কমিটি শিক্ষার্থীদের কাছে হামলাকারীদের সুনির্দিষ্ট তথ্য, ছবি এবং প্রমাণ আহ্বান করছে। এ নিয়ে তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গতকাল শুক্রবার (১৬ মে) একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটি প্রথম সভায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার বিষয়ে কারো জানা থাকলে এ ঘটনার তথ্য প্রমাণাদিসহ তা ই-মেইল- inquiry@du.ac.bd, অথবা প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ১৫ জুন তারিখের মধ্যে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।

এফপি/এ্সএন

Share this news on:

সর্বশেষ

img
জিন্নাহর বাসভবনে হামলা, ২৬৭ আসামির বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত May 18, 2025
img
চট্টগ্রাম বন্দর ও করিডর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নুরের May 18, 2025
img
দ্রুততম সেঞ্চুরির প্রতিক্রিয়ায় যা বললেন পারভেজ ইমন May 18, 2025
img
শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব May 18, 2025
img
এনসিপির প্রকৌশল উইং প্রস্তুতি কমিটি গঠন May 18, 2025
img
তিন আসামি খালাস, নতুন শঙ্কায় আছিয়ার মা May 18, 2025
img
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনও মেয়াদ নেই: ভারতীয় সেনাবাহিনী May 18, 2025
img
আপনি তো দেশের বউ, আমরা কিছু বলতেও পারি না : করণ জোহর May 18, 2025
img
ভারতীয় বিমান বাহিনীর মতোই সন্ত্রাসীদের ধ্বংসের ঘোষণা দিল পাকিস্তান May 18, 2025
img
ভর্তুকি প্রায় অর্ধেকে নামছে, বিদ্যুৎ খরচে চাপ বাড়বে গ্রাহকের ওপর May 18, 2025
img
ছোট ছোট হাসিনা হয়ে উঠলে পরিণতি ভয়াবহ হবে, সতর্ক করলেন আবু হানিফ May 18, 2025
img
রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম May 18, 2025
img
টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক May 18, 2025
img
পাঁচদিনের বিরতির পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু May 18, 2025
img
দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির May 18, 2025
অপারেশন সিঁদুর ছোট্ট একটা ট্রেইলার May 18, 2025
জনরোষে পড়ার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন May 18, 2025
মাদক সেবনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি May 18, 2025
img
ট্রাম্পকে স্বাগত জানানো সেই চুল ওড়ানো নৃত্যের ইতিহাস May 18, 2025
img
আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি May 18, 2025