লেভ তলস্তয়, বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং খ্যাতিমান রুশ লেখক। তিনি ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর রুশ সাম্রাজ্যের তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। পুরো নাম কাউন্ট লেভ নিকোলাইভিচ তলস্তয়। লিও তলস্তয় নামেও তিনি পরিচিত।
অল্প বয়সেই তলস্তয়ের বাবা-মা মারা যান। বড় হন আত্মীয়-স্বজনের কাছে। মেধাবী তলস্তয়ের একাগ্রতা ও পরিশ্রম করার শক্তি ছিল অসাধারণ। পাঁচ বছর বয়সেই মাতৃভাষা রুশ, ফরাসি ও জার্মান ভাষা আয়ত্ত করেন।
১৮৪৪ সালে ভর্তি হন রাশিয়ার কাজান বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা করেন আইন বিষয়ের ওপর। পরে অবশ্য পড়াশোনা ছেড়ে দিয়ে মনোযোগী হন লেখালেখিতে।
পরিণত বয়সে নিজের চেষ্টায় শেখেন লাতিন, ইংরেজি, আরবি, ইতালীয়, গ্রিক ও হিব্রু ভাষা। পারদর্শী ছিলেন সংগীতশাস্ত্র ও চিত্রাঙ্কন বিদ্যাতেও।
তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ওয়ার অ্যান্ড পিস (১৮৬২-৬৮), আন্না কারেনিনা (১৮৭৮), রিজারেকশন (১৮৯৯), গল্প : ডেথ অব ইভান ইলিচ (১৮৮৬), ফাদার সিয়ের্গি (১৮৯৮)।
উপন্যাস ছাড়াও নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনায় তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।
১৯১০ সালের ২০ নভেম্বর রাশিয়ার আস্তাপভা নামক এক প্রত্যন্ত অঞ্চলের রেলওয়ে স্টেশনে লেভ তলস্তয় অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান।
তার বিখ্যাত একটি উক্তি-
“মানবতার জন্য আত্মত্যাগেই মনুষ্যত্বের প্রকৃত অর্থ নিহিত।”