দর্শকপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ আবারও আলোচনায় এসেছেন ওয়েব সিরিজ ‘গুলমোহর’-এ অভিনয়ের মাধ্যমে। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় নির্মিত এই সিরিজে অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। চরিত্রটি তার জন্য যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি নতুন অভিজ্ঞতাও এনে দিয়েছে।
সারিকার ভাষ্য অনুযায়ী, নাটকে একঘেয়েমি ও সহশিল্পী সংকটের কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে এই বিরতির সময় বিজ্ঞাপনচিত্রে এবং বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নিয়মিত কাজ করেছেন। এবার নতুন আঙ্গিকের চরিত্রে অভিনয় করে নিজেকে আবারও আবিষ্কার করছেন বলে জানিয়েছেন।
‘গুলমোহর’ সিরিজে সারিকার চরিত্রের নাম শান্তা—একটি ম্যাচিউরড এবং বহুস্তরবিশিষ্ট চরিত্র, যা তার পূর্ববর্তী কাজগুলো থেকে ভিন্ন। এই চরিত্রে বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত ট্র্যাজেডি—সবই একত্রে ফুটে উঠেছে।
সিরিজটিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জিও অভিনয় করেছেন। যদিও শাশ্বতের সঙ্গে সারিকার পর্দা ভাগ হয়নি, তবে একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তার জন্য ছিল দারুণ আনন্দদায়ক।
অভিনয়শিল্পীদের মধ্যে অডিশন নিয়ে যে দ্বিধা কাজ করে, সে বিষয়ে সরাসরি মত দিয়েছেন সারিকা। তিনি বলেন, “অডিশন নিয়ে ইগো দেখানোর কিছু নেই। নিজেকে যাচাই করার জন্য অডিশন গুরুত্বপূর্ণ।”
ঈদের জন্য নতুন কোনো কাজ না করলেও, দর্শকদের আগ্রহ বিবেচনায় নিয়ে কিছুদিন ‘গুলমোহর’ নিয়েই থাকতে চান তিনি। তবে ঈদের পর থেকে নাটকে নিয়মিত ফেরার পরিকল্পনা রয়েছে তার।
নাটকে সিন্ডিকেট প্রসঙ্গে সারিকা জানান, তিনি ব্যক্তিগতভাবে কারও বিরোধিতা করেন না, তবে শিল্পী হিসেবে সুযোগ পাওয়াই গুরুত্বপূর্ণ। নাটকের গল্প ও বাজেট বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এফপি/এসএন