সাম্য হত্যাকাণ্ডকে ঘিরে নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানাল শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ড ঘিরে নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের আইইআর গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এসময় সাম্যের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার (২২মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সাম্যের বন্ধু ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান বলেন, ‘গত ১৩ মে রাতে আমাদের বন্ধু শাহরিয়ার আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয়। সাম্য সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি সাম্যের হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিভাজন ও নোংরা রাজনীতি করছে। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক দলাদলি আমাদের আশাহত করেছে। আমাদের প্রত্যাশা, সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পুরো বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি দুঃখজনক ব্যাপার হলো সাম্যকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যে কুচক্রী মহল এই ঘৃণিত কাজ করছে, তাদের প্রতি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আইনের পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে।

দাবিগুলো হলো–
১. শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সকলকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

২. হত্যার আশেপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

৩. ঘটনার সময় হত্যায় সহযোগীদের জনতা আটক করে পুলিশে সোপর্দ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। যেসব পুলিশ এই কাজের সঙ্গে যুক্ত, তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৪. শাহবাগ থানার পাশে যে অসামাজিক কার্যকলাপ ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে, এর সঙ্গে সম্পৃক্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সর্বোপরি শাহবাগ থানার আসামি ধরার ক্ষেত্রে স্পষ্ট গাফিলতির জবাবদিহিতা করতে হবে।

৫. সাম্যকে হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি দৃশ্যমান। তার জানাজার সময়ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলেছে এবং পরের দিন অর্ধদিবস শোক ঘোষণা করার প্রহসন করেছে। এই ধরনের প্রহসন ও গাফিলতি আমরা আর মেনে নেব না। প্রশাসনকে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে আরও তৎপর হতে হবে।

৬. উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত ও বিচারের নিয়মিত ফলোআপ নেওয়া এবং দেওয়ার জন্য সর্বোচ্চ তৎপর থাকতে হবে এবং সেখানে সাম্যের পরিবার, বন্ধু ও সহপাঠীদের যুক্ত রাখতে হবে।

৭. ‘সাম্যের বিচার নিশ্চিতকরণ কমিটি’ করতে হবে, যাতে তদন্ত কর্মকর্তা, উপাচার্য, প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও সহপাঠীদের প্রতিনিধি যুক্ত থাকতে হবে। আজকের মধ্যে এটি নিশ্চিত করতে হবে।

৮. সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যে সব সংগঠন প্রতিবাদ জানায়নি, তাদের আমাদের সঙ্গে এক হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।

৯. ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আন্দোলন সফল না হলে আমাদের কবর রচনা হয়ে যেত : খোকন Jul 19, 2025
যেভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন | ইসলামিক টিপস Jul 19, 2025
১২ দফা দাবিতে ঢাকায় নির্মাণ শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত Jul 19, 2025
img
ভারতের সঙ্গে ঢাকায় এসিসির সভা বর্জন করল শ্রীলঙ্কা-আফগানিস্তান Jul 19, 2025
img
জামায়াত আমিরের শারীরিক অবস্থা নিয়ে পাওয়া গেল সুসংবাদ Jul 19, 2025
img
মিরপুরে খেলে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে : লিটন দাস Jul 19, 2025
img
আমরা চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির Jul 19, 2025
img
সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ Jul 19, 2025
ক্যানসার চিকিৎসায় শক্তিশালী প্রতিরোধের আশা বাড়ালো নতুন ভ্যাকসিন Jul 19, 2025
কক্সবাজারের অন্যতম সমস্যা ছিল ‘ট্যাবলেট বদি ‘;এনসিপির পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ Jul 19, 2025
জামায়াতের উদ্যোগে সমাবেশস্থলে ফ্রি চিকিৎসা সেবা Jul 19, 2025
img
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না: আব্দুল্লাহ তাহের Jul 19, 2025
img
গাড়িচালক ও গৃহকর্মীর জন্য ১ কোটি টাকার বাড়ি উপহার আলিয়া ভাটের! Jul 19, 2025
img
নেত্রকোনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার Jul 19, 2025
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে একাকীত্বের প্রবণতা বাড়ছে Jul 19, 2025
img
সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম Jul 19, 2025
মঞ্চে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির Jul 19, 2025
বিএনপির পতাকা ঘরে পইড়া আছে, এখন চলে না ভাই Jul 19, 2025
img
সরকার সব ঠিক করে দেবে, এমন ধারণা থেকে বের হতে হবে : রিজওয়ানা Jul 19, 2025
img
গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ হারালে বাংলাদেশ পিছিয়ে যাবে : মির্জা ফখরুল Jul 19, 2025