চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার (২০ মে) রাতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। দিনভর প্রচণ্ড গরমের পর রাত ৯টার দিকে বৃষ্টিপাত শুরু হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত।
বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন নগরবাসী। রাত পৌনে ১০টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
এদিকে ব্যাপক গরমের পর এ বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
গৃহিণী সালমা আক্তার বলেন, দিনভর তীব্র গরমের পর রাতে বৃষ্টিতে নেমেছে। এতে করে আবহাওয়া একটু শীতল হয়েছে।
ব্যবসায়ী মো. রাসেল জানান, “বৃষ্টির জন্য অনেকটা স্বস্তি পাচ্ছি। তবে রাস্তার অনেক জায়গায় পানি জমে গেছে, তাই গাড়ি নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।”
পোশাককর্মী রুমা পারভীন বলেন, দিনভর গরম অসহ্য লাগছিল। কাজ করতে গিয়ে শরীর ঝলসে যাচ্ছিল। কিন্তু বৃষ্টির পর মনে হলো যেন নতুন করে শ্বাস নিতে পারছি। এখন আবহাওয়া অনেক শীতল হয়ে গেছে। একটু শান্তি পাওয়া যাচ্ছে।”
আরএ