অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অভিযানে একটি চুন কারখানা ও একটি রেস্তোরাঁর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। এ সময় কারখানায় আগুন ধরে গিয়েছিল, তবে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
চুন কারখানার মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয় নি। তবে কারখানার জমির মালিক ও কারখানা পরিচালকদের নামে গজারিয়া থানায় একটি এফআইআর করা হয়েছে।অন্যদিকে রেস্তোরাঁর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সর্বমোট ৩-৪ ইঞ্চি ব্যাসের ২০ ফুট পাইপ,৫ টি স্টার বার্ণার,১ টি আবাসিক ডাবল বার্ণার ও ৫০০ ফুট প্লাস্টিকের হোস পাইপ জব্দ করা হয়। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে দৈনিক ১ লাখ ১৮৭৫ টাকার গ্যাস সাশ্রয় হবে।
আরএ