চাল নিয়ে মন্তব্যের জেরে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

পূর্ব এশিয়ার দেশ জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো পদত্যাগ করেছেন। সম্প্রতি চাল নিয়ে তার একটি মন্তব্য ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

আজ বুধবার (২১ মে) আর এরই জেরে পদত্যাগ করেন তিনি।

মূলত মন্ত্রীর পদে থেকে তার ওই মন্তব্যে ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার করেছে তা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন সংকটাপন্ন সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, গত সপ্তাহান্তে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষিমন্ত্রী তাকু এতো চাল নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “আমাকে কখনও চাল কিনতে হয়নি, কারণ সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন।”

এই মন্তব্য সামনে আসার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। বর্তমানে জাপানে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—ফসলের কম ফলন এবং পর্যটন চাঙ্গা হওয়ার কারণে চাহিদা বেড়ে যাওয়াই এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। ফলে এমন সময় জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে এতো’র মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগের সময় এতো বলেন, “চালের দাম বেড়ে যাওয়ার কারণে নাগরিকরা যেখানে কষ্ট পাচ্ছেন, সেখানে আমি খুবই অনুপযুক্ত মন্তব্য করেছি।”

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, তাকু এতো পদত্যাগ করায় এখন সাবেক পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি এতো’র জায়গায় নতুন কৃষিমন্ত্রী হতে পারেন।

রয়টার্স বলছে, গত এক বছরে জাপানে চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, যা দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির চেয়ে দাম কমার অভ্যস্ত জনগণের জন্য বড় ধাক্কা। নাগরিকদের আয় এখনও মূল্যস্ফীতির সাথে খাপ খাচ্ছে না, ফলে দৈনন্দিন ব্যয় বাড়ছে।

পূর্ব এশিয়ার এই দেশটির সরকার চলতি বছরের মার্চ মাস থেকে জরুরি মজুত থেকে চাল বাজারে ছাড়া শুরু করলেও এতে তেমন সুফল মেলেনি।

এদিকে চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের পরও প্রথমে এতোকে বরখাস্ত করতে অস্বীকার করায় প্রধানমন্ত্রী ইশিবাও সমালোচনার মুখে পড়েন। বিরোধী দলগুলো তখন পার্লামেন্টে এতো’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলে হুঁশিয়ারি দিয়েছিল।

শেষমেষ ইশিবা এতো’র পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, “এই নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি”। তবে নতুন কৃষিমন্ত্রী কে হবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি বলেও জানান তিনি।

মূলত কৃষিমন্ত্রীর এই পদত্যাগ প্রধানমন্ত্রী ইশিবার জন্য বড় ধাক্কা, কারণ আগামী জুলাই মাসে জাপানের উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জোটসঙ্গী কোমেইতো নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়।

গত রোববার প্রকাশিত কিওডো নিউজের এক জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী ইশিবার জনপ্রিয়তা সর্বনিম্ন ২৭.৪ শতাংশে নেমে গেছে। পাশাপাশি চালের দাম নিয়ে সরকারের পদক্ষেপে অসন্তুষ্ট বলে মত দিয়েছেন ৯০ শতাংশের কাছাকাছি ভোটার।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ওয়েক আপ সিড নিয়ে গুজবে ইতি টানলেন কঙ্কনা Jul 06, 2025
পোশাক পরার আগে যা করতেই হবে | ইসলামিক জ্ঞান Jul 06, 2025
চোখ হারানোর ৯ বছর! এবার মুখ খুললেন ছাত্রদল নেতা! Jul 06, 2025
img
'কুলি'-তে থাকবে আমির খানের ৮ মিনিটের ক্যামিওর চমক Jul 06, 2025
img
আবু সাঈদ-মুগ্ধরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেননি : ডা. জাহিদ Jul 06, 2025
img
রানি-কাজলের ঠাকুরদার তৈরি ফিল্মিস্তান স্টুডিও ধূলিসাৎ! Jul 06, 2025
img
হাসিনা দেশে ঢুকলেই আমগাছের সঙ্গে বেঁধে রাখা হবে : আখতার হোসেন Jul 06, 2025
img
আদালতে হাজির হতে হাসিনাসহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ Jul 06, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, আহত ১৩ Jul 06, 2025
img
নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 06, 2025
img
এবার স্মৃতি ইরানিকে নিয়ে বেফাঁস মন্তব্য, আবারও বিতর্কে জড়ালেন রাম কাপুর Jul 06, 2025
img
মণিরামপুরে বাসের ধাক্কায় দুই জনের মৃত্যু, আহত তিন Jul 06, 2025
জুলাই আহতদের চিকিৎসা নিয়ে রিফাত রশীদের ক্ষোভ Jul 06, 2025
img
এবার ৩ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা Jul 06, 2025
img
দেশ ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল ২০১৩ সালে: উপ-প্রেসসচিব Jul 06, 2025
img
শেখ হাসিনার সময়ে মিডিয়ার ধরণ ছিলো, 'প্রশ্ন নয়, চাই প্রশংসা' Jul 06, 2025
নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে বৈষম্য দেখতে চাই না: আখতার হোসেন Jul 06, 2025
চাঁপাইনবাবগঞ্জে যা বললেন এনসিপি প্রধান নাহিদ Jul 06, 2025
img
তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনে অনন্য কীর্তি জোকোভিচের Jul 06, 2025
বরিশাল-৪ আসনে বিএনপির হয়ে প্রার্থী হতে আগ্রহী উপদেষ্টা সাখাওয়াতের ভাই Jul 06, 2025