আইপিএলের প্লে-অফের লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের পথ খানিকটা সহজ করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে লড়াই থেকে ছিটকে দিয়েছে তারা। এর ফলে মুস্তাফিজুর রহমানের দল দিল্লির সামনে থেকে একটি প্রতিপক্ষ কমে গেছে।
তবে সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ—আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে হার মানেই প্লে-অফের স্বপ্ন শেষ। তাই আজ জয়ের বিকল্প নেই।
প্লে-অফে উঠতে হলে বাকি থাকা দুই ম্যাচেই জয় চাই দিল্লির। আজ হারলে সুযোগ থাকলেও সেটা অনেকটাই নির্ভর করবে অন্য দলের ফলাফলের ওপর। সেক্ষেত্রে পাঞ্জাবকে হারাতে হবে এবং আশা করতে হবে মুম্বাই যেন পাঞ্জাবের বিপক্ষে হেরে যায়। এরপর আসবে রানরেটের হিসাব।
মুম্বাইয়ের জন্যও আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ।
জিতলেই সরাসরি প্লে-অফ নিশ্চিত হবে। হারলে পরের ম্যাচে জিততে হবে এবং দিল্লির হার কামনা করতে হবে।
দিল্লির স্কোয়াডে তেমন জটিলতা নেই, তবে স্টার্কের অনুপস্থিতি বোলিং আক্রমণকে করেছে দুর্বল।
শেষ ম্যাচে ১৯৯ রান তুলেও জিততে পারেনি দলটি, যার জন্য দায়ী বোলাররাই। তবে মুস্তাফিজুর রহমান ছিলেন ব্যতিক্রম। তিনি ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন। স্টার্ক না থাকায় আজকের ম্যাচে ফিজের ওপরই থাকবে উইকেট তুলে আনার বড় দায়িত্ব।
সম্ভাব্য বোলিং লাইনআপে থাকবেন মুস্তাফিজ, নাটারজন ও চামিরা। স্পিন বিভাগ সামলাবেন নিগাম, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।
রানপ্রসবা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচে বড় সংগ্রাম এবং বোলারদের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্সই হবে জয়-পরাজয়ের ব্যবধান নির্ধারণের চাবিকাঠি।
টিকে/টিএ