ঘরের মাঠে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২২ মে) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্টে মাঠে নামবে বেন স্টোকসের দল।
ঐতিহাসিক এই ম্যাচ শুরুর দুই দিন আগেই একাদশ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার (১৯ মে) রাতে দেয়া একাদশ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। একাদশে আছেন এসেক্সের ডানহাতি পেসার স্যাম কুক।
এই ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু হচ্ছে ইংলিশদের। তাই স্কোয়াডে সেরাদের রেখেই মাঠে নামতে চায় ম্যাককালাম ব্রিগেড। তবে স্কোয়াড দিলেও এখনও দল দেয়নি রোডেশিয়ানরা।
ওপেনার হিসেবে দলে ফিরছেন জ্যাক ক্রলি। ওলি পোপকে খেলানো হতে পারে তিনে। মিডল অর্ডারে জ্যামি স্মিথকে রাখা হয়েছে। বোলিংয়ে অবশ্য অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই নামবে স্বাগতিকরা। গাস অ্যাটকিনসন, জস টাংয়ের সঙ্গে স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির। একাদশে আছেন জো রুট, হ্যারি ব্রুকের মতো তারকারা।
২০০৩ সালের পর এবার আবার মুখোমুখি হচ্ছে দুই দল। মাঝের এই সময়ে কখনও সাদা পোশাকের ক্রিকেটে জিম্বাবুয়ের সঙ্গে খেলেনি ইংল্যান্ড।
এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে লড়বে ইংলিশরা। আগামী ২০ জুন লিডসে শুরু দুই দলের মাঠের লড়াই।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জ্যামি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জস টাং ও শোয়েব বশির।
টিকে/টিএ