বিএনপির কর্মী হিসেবে গর্ব করার অনেক কিছু আছে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর আমরা যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ছিলাম, তারা সবাই মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দায়িত্ব দিয়েছি। বিগত সাড়ে ৯ মাস বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে। এই সময়ে এখনো আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য বা ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। কিন্তু কিছু কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারে থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি ভালো লক্ষণ নয়। এটা আমাদের ভালো লাগে না।

বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে বিভাগীয় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, প্রতি জেলা, মহানগর এবং প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে। তবে নতুন সদস্য বুঝে শুনে করতে হবে। জানতে হবে তারা বিএনপির নীতি আদর্শ বিশ্বাস করে কিনা। যিনি নতুন সদস্য হতে চান- তিনি কি বিপদে পড়ে এসেছেন নাকি ক্ষমতার লোভে এসেছেন তাও বিবেচনায় নিতে হবে। নতুন সদস্য করার আগে পুরোনোদের মতামত নিতে হবে। যারা দীর্ঘদিন দলে সক্রিয় থেকে ত্যাগ স্বীকার করেছেন, তারা সামনে যাবেন। আর যারা পরে আসছেন তারা পেছনে থাকবেন। কারণ নেতা তাকে মানতে হবে, দলে যার অবদান বেশি।

বিএনপি নেতা ইশরাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরও প্রশানসিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়র পদে দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি দেওয়া হচ্ছে। বিষয়টি ভালো লক্ষণ না। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা বিভিন্ন সময় এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। কিন্তু অনেক কথাই কার্যকর হচ্ছে না।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামে দেশের লাখ লাখ মানুষ জেল-জুলুম সহ্য করে যে ক্ষেত্র প্রস্তুত করেছিল, সেই ক্ষেত্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও এখনো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি। আংশিক দাবি আদায় হয়েছে। এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। যেখানে আইন প্রণয়ন করে সংস্কার করা যায়। স্থানীয় সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। আমরা বলেছি- ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক। নির্বাচন কমিশন বলছে- জুনের মধ্যে তারা প্রস্তুত। আবার সংস্কারও চায়। বিএনপির ৩১ দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলা হয়েছে।

ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বাংলাদেশের কোনো দল সংস্কারের প্রস্তাব করেনি। তখন অনেক দলের জন্মও হয়নি। কিন্তু তারা এখন আলোচনা করে বিএনপি সংস্কারের পক্ষে না। তাদের জানতে হবে, বিএনপির জন্ম হয়েছে রাষ্ট্রের সংস্কারের জন্য। বর্তমান অন্তর্বর্তী সরকার যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে তা সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আছে। বরং অনেক বাদ পড়েছে। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে এসব সংস্কার করবে। বিএনপি থেকে বলা হয়েছে যে- আমাদের থেকে ভালো কোনো প্রস্তাব কেউ করলে বিএনপি তা সাদরে গ্রহণ করবে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কর্মী হিসেবে গর্ব করার অনেক কিছু আছে। বিচার বিভাগ স্বাধীন করেছে বিএনপি। মিডিয়ার স্বাধীনতা অবাধ করেছে। রুদ্ধ অর্থনীতিকে মুক্ত অর্থনীতিতে পরিণত করেছে। খাদ্য উৎপাদনের সূচনা, পোশাক, রেমিটেন্সের সূচনা বিএনপির হাত ধরে। পল্লীবিদ্যুৎ, সমুদ্রে মাছ আহরণ, নারী শিক্ষা, উপবৃত্তি, শিক্ষার জন্য খাদ্য, সমবায় প্রতিষ্ঠা, গ্রাম সরকার গঠন সব করেছে বিএনপি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু পড়াশোনা করেন। বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে অনেক জানার আছে। তাহলে বিএনপি নিয়ে কারও কথা বলার সাহস হবে না।

নজরুল ইসলাম খান বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই। কিন্তু কেউ কেউ সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে। দেশের মানুষের আকাঙ্ক্ষার দিকে তাকান। বুঝুন তারা কী চায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন এবং আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ মো. রাশিদুজ্জামান মিল্লাত, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।

উদ্বোধন শেষে উপস্থিত বিএনপি, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ প্রধান অতিথির কাছে সদস্য ফরম ও ২০ টাকা জমা দিয়ে তাদের সদস্য পদ নবায়ন করেন। পর্যায়ক্রমে ময়মনসিংহ মহানগরসহ বিভাগের প্রতিটি জেলায় আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রম চলমান থাকবে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল যুক্তরাষ্ট্র May 23, 2025
img
নেত্রকোনায় ঈদ শুভেচ্ছা বিলবোর্ড নিয়ে সংঘর্ষ, নিহত ১ May 23, 2025
img
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত May 23, 2025
img
রুটের নতুন মাইলফলক, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড May 23, 2025
img
‘মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’ May 23, 2025
img
দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস May 23, 2025
img
জুলাই ঐক্য রক্ষায় ঢাবিতে বিক্ষোভ May 23, 2025
img
লন্ডনে জব্দ হলো সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি May 23, 2025
আব্দুল কাদের জিলানী রহঃ এর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 23, 2025
img
নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, প্রধান উপদেষ্টাকে গয়েশ্বর May 23, 2025
img
রাজধানীতে ব্যাংকের ভেতর থেকে চুরি হলো গ্রাহকের টাকার ব্যাগ May 23, 2025
img
মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি : শায়খ আহমাদুল্লাহ May 23, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে ২৯ May 23, 2025
img
ঈদুল আজহা উপলক্ষে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ May 23, 2025
আমাদের আরও শিখতে হবে, সিরিজ হেরে বললেন লিটন May 23, 2025
img
রাজনৈতিক টালমাটাল সময়ে আজহারীর ঐক্যের আহ্বান May 23, 2025
img
অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি দিল বিএনপি May 23, 2025
img
যানজট নিয়ে পিয়ার ক্ষোভ! May 23, 2025
সান্ডার মাংস দেখে নবীজি যা বলেছিলেন | ইসলামিক জ্ঞান May 23, 2025
জাহান্নাম থেকে বাঁচার বিশেষ তিনটি আমল | ইসলামিক টিপস May 23, 2025