পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটি শেষে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে পারেন। আর দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে।বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার এরই মধ্যে আসাদ আলমকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের মাঝামাঝির দিকে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে।

জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, জুনের মাঝামাঝি সময়ে ঢাকায় ফেরার জন্য আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত ঢাকায় ফেরার বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত কোনো দাপ্তরিক আদেশ হাতে পাইনি।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখনকার পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেছেন আসাদ আলম।

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুনে ঢাকায় ফিরেই সরাসরি পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন শুরু করতে পারবেন না আসাদ আলম।

কারণ তিনি এখনো অতিরিক্ত পররাষ্ট্রসচিব। সে ক্ষেত্রে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে হবে। সে ক্ষেত্রে পররাষ্ট্রসচিব হিসেবে কাজ করতে তার কিছুটা সময় লাগবে।

আবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, আগামী দু–এক দিনের মধ্যে জসীম উদ্দিন দায়িত্ব ছেড়ে দেবেন। সেক্ষেত্রে নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী।
তিনি আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন।

অবশ্য এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তিনি আজ বৃহস্পতিবার ছুটিতে যাওয়ার জন্য আবেদন করেছেন।

জসীম উদ্দিন দায়িত্ব ছাড়ছেন দু–এক দিনের মধ্যে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্রসচিব অপসারণের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তৌহিদ হোসেন বলেন, ‘অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়ত সরে যেতে চান এবং আমরা তাঁকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দু–এক দিনের মধ্যে দায়িত্বটি ছেড়ে দেবেন।’

জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন কিংবা চাকরি ছাড়ছেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।’নতুন পররাষ্ট্রসচিব কে হবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দু–এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।

বাইরের চাপে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিচ্ছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘একটা বিষয় হলো, যেকোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত, এগুলো থাকেই। সরকার কখনোই কোনো সিদ্ধান্ত একজনকে নিয়ে নেয় না, এই রকম বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়।’

প্রসঙ্গ সুফিউর রহমান
গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে। এক মাস পেরিয়ে গেলেও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি। ফলে সাবেক এই কূটনীতিক শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

সুফিউর রহমানের যোগদানের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে, তখন যোগ দেবেন, অথবা দেবেন না।’

সুফিউর রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরো চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জুলাই অভ্যুত্থান : অসমাপ্ত রাজনৈতিক বিপ্লব ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনায় রক মনু May 22, 2025
img
ঢাবি উপাচার্যের সঙ্গে সাম্য হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে সাদা দলের বৈঠক May 22, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩ May 22, 2025
img
ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালের ইনজুরি তালিকা আরেকটু লম্বা হলো May 22, 2025
img
আত্মসমর্পণ করে কারাগারে ২৭ আ.লীগ নেতাকর্মী May 22, 2025
img
সরকার ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বিষয়ে ইসিকে চিঠি দেবে May 22, 2025
img
১৭ বছর পর ট্রফি জয়ে ম্যানইউকে হারাল টটেনহ্যাম May 22, 2025
img
বিএনপি নেতার মোবাইলে আ. লীগের সাবেক মেয়রের ‘কল’, সিলেটে উত্তেজনা May 22, 2025
img
প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে সরকারের ‘বিশেষজ্ঞ পুল’ গঠন May 22, 2025
img
লালমনিরহাট সীমান্তে পুশ-ইন, আটক ১১ May 22, 2025
img
ঈদযাত্রা : আজ ১ জুনের টিকিট বিক্রি শুরু May 22, 2025
img
পেনাল্টি মিস, পরে সেই পেনাল্টিতেই রোনালদোর গোল May 22, 2025
img
রাজধানীর লালবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার May 22, 2025
img
মোংলায় বিএনপির সংবাদ সম্মেলনে দুপক্ষের বিশৃঙ্খলা May 22, 2025
img
মীরসরাইয়ে যুবদল নেতা পরিচয়ে আইনজীবীকে হুমকি, থানায় জিডি May 22, 2025
img
সেলিম আল দীন সাহিত্য পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান May 22, 2025
টিকটক করতে ফটোগ্রাফারকে হত্যা করে ক্যামেরা ছিনতাই, গ্রেপ্তার ১০ May 22, 2025
img
চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য চালু হলো হেলথ কার্ড May 22, 2025
img
মেরাদিয়া ও আফতাবনগরে এবার বসছে না পশুর হাট May 22, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ, ছাত্রদলে যোগ দিলেন ৩০ নেতাকর্মী May 22, 2025