অবশেষে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হযরত আলী। কাউকে কিছু না জানিয়ে খুলনা ত্যাগের তিনদিনের মাথায় আজ বৃহস্পতিবার (২২ মে) তিনি পদত্যাগ করলেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে গত ১ মে অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
পরদিন (২ মে) খুলনা এসে কার্যক্রম শুরু করলেও শিক্ষকদের আন্দোলনের কারণে ৪ মে থেকে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের এক পর্যায়ে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছাড়েন।
এদিকে, অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের একটি গ্রুপও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি-প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ভিসি বিরোধী এক দাবিতে। দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন, আমরণ অনশন শেষে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।