বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি এবার আনুষ্ঠানিকভাবে সিনেমা থেকে দূরে সরে দাঁড়ালেন। মাত্র তিনটি ছবিতে কাজ করার পর পর্দার জীবনকে বিদায় জানিয়ে পরিবারকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ে করেন আথিয়া। চলতি বছর মা হয়েছেন তিনি। মা হওয়ার পর তার জীবনের অগ্রাধিকারও বদলেছে বলে জানিয়েছেন বাবা সুনীল শেট্টি।
আথিয়ার অভিনয়জীবন শুরু হয়েছিল ২০১৫ সালে সলমন খানের প্রযোজনায় নির্মিত 'হিরো' ছবির মাধ্যমে। এরপর কাজ করেছেন 'মোতিচুর চাকনাচুর'সহ আরও দুটি ছবিতে। তবে এই ছবিগুলোর কোনোটিই বক্স অফিসে বড় সাফল্য পায়নি। যদিও ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।
সিনেমায় দীর্ঘ বিরতির পর সম্প্রতি আথিয়া তার বাবাকে জানান, তিনি আর বলিউডে কাজ করতে চান না। সুনীল শেট্টি বলেন, “আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় করছে— সেটা মায়ের চরিত্র। ও নিজের সিদ্ধান্তে শান্তি খুঁজে পেয়েছে, আর আমি গর্বিত।”
আথিয়ার বলিউড থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে তার পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান সুনীল শেট্টি।
এসএম/টিএ