অভিনয়জীবন ছেড়ে লেখালেখি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টুইঙ্কেল খান্না। সম্প্রতি এক সাহিত্য আলোচনায় অংশ নিয়ে জানালেন, সুযোগ পেলে তিনি মা কালীর রূপ ধারণ করতে চান।
ভারতীয় জনপ্রিয় লেখক অমিশ ত্রিপাঠীর সঙ্গে আলোচনায় অংশ নেন টুইঙ্কেল। দেব-দেবী বিষয়ক আলোচনার একপর্যায়ে টুইঙ্কেল অমিশকে প্রশ্ন করেন, “সুযোগ পেলে আপনি কোন দেবতার রূপ ধারণ করতে চাইবেন?” প্রশ্ন করার পর নিজেই বলেন, “আমি কালীর রূপ ধারণ করতে চাই। সারা বিশ্বের দিকে আমি জিভ বার করে দেখাতে চাই।”
এই বক্তব্যের প্রেক্ষিতে অমিশ ত্রিপাঠী বলেন, কালী এক শক্তিশালী দেবী, যার শক্তি ও তাৎপর্য অনেক গভীর।
টুইঙ্কেল জানান, তিনি এ সম্পর্কে সচেতন বলেই কালীর নাম উল্লেখ করেছেন।
আলোচনায় উঠে আসে গ্রিক পুরাণের কথাও। অমিশের মতে, গ্রিক পুরাণে দেবতারা সৃজনশীলতাকে উৎসাহিত করেন।টুইঙ্কেলের মতে, একজন লেখক হতে হলে শুধু আধ্যাত্মিকতা নয়, প্রয়োজন কঠোর নিয়মানুবর্তিতা।
তিনি বলেন, “রোজ নির্দিষ্ট সময় লেখার টেবিলে বসতে হবে। মন অন্য দিকে গেলেও, তাকে ফিরিয়ে এনে লেখার মধ্যে ডুব দিতে হবে। এটাই লেখার অনুশীলন।”
টুইঙ্কেল মনে করেন, লেখালিখির মধ্য দিয়ে নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। নিয়মিত চর্চা ও দায়বদ্ধতা ছাড়া লেখক হয়ে ওঠা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
এসএম/টিএ