আগামী চার-পাঁচ মাসে কী হবে জানেন না সাকিব '।তবে কিছু লিগে খেলার চুক্তি আছে তার । সম্প্রতি পাকিস্তানের Geo News-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ।'তিনি আরও বলেন—‘শরীর কীভাবে সাড়া দেয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে খেলায় ফিরতে পেরে ভালো লাগছে।’
পিএসএলে ফিরেই বাজিমাত সাকিবের। খেলছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে । মামলা, নিষেধাজ্ঞা আর বাস্তবতার চাপে সরে গেছেন জাতীয় দলের আলো থেকে। তবে খেলার মঞ্চ থেকে সরে যাননি তিনি। এক সময় যিনি নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপে, জিতেছেন বহু ট্রফি, আজ তিনিই খেলছেন পাকিস্তানের লাহোর কালান্দার্সের হয়ে।
তবে পিএসএলেও অনেকটা নিষ্প্রভ সাকিব । প্রথম ম্যাচের রান খরা কাটিয়ে নেমেছিলেন দ্বিতীয় ম্যাচে কিন্তু এ ম্যাচেও কোন উইকেট না নিয়েই ফিরলেন সাজ ঘরে । অবশ্য তার দলও এগিয়ে গিয়েছে প্লে-অফের দিকেই। তিনি মাঠে আবার ফিরে এসেছেন, কিন্তু বাংলাদেশের জার্সিতে নয়—এবার তার শরীরে পিএসএলের লোগো।”
এদিকে জাতীয় দলের ব্যর্থতা, নেতৃত্বের সংকট আর ক্রিকেট রাজনীতির গন্ধে যখন দেশের মাঠ ধোঁয়াচ্ছন্ন, তখন সাকিব বেছে নিয়েছেন বিদেশের আলো ঝলমলে মঞ্চ।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব একটি অধ্যায়। কিন্তু সেই অধ্যায় কি এখন শুধুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সীমাবদ্ধ? নাকি ফিরে আসবে সেই আগুনে অলরাউন্ডার, দেশের মাঠে, দেশের জন্য সেটাই এখন দেখার অপেক্ষা।
এসএন