১০ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম রাত ৮টার পর শুরু হয়েছে। হামজাদের ম্যাচ গ্যালারিতে বসে দেখতে দর্শকরা ওয়েবসাইটে ঢু দিতেই থাকেন। এতসংখ্যক চাপে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে।
শনিবার (২৪ মে) রাত ১১টা ২০ মিনিটে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।
এর আগে রাত ৮টার পর থেকে অনেক ফুটবলপ্রেমী দেড় দুই ঘণ্টা চেষ্টার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন। আবার অনেকে নানা চেষ্টার পরও পাননি। বেশ কয়েকবার সার্ভার ডাউন হতে দেখা গেছে। পরবর্তীতে বাফুফে থেকে টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের ঘোষণা আসল।
বাফুফে এবারই প্রথম অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে। ৪ জুন প্রীতি ম্যাচের টিকিট আগে ছাড়লে ১০ জুন ম্যাচ টিকিট বিক্রিতে বাফুফে অনেক ভোগান্তি এড়াতে পারত বলে মতো ফুটবল-সংশ্লিষ্টদের। শনিবার বিকেলে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস রোববার থেকে ভুটান ম্যাচের টিকিট ঘোষণা দিয়েছেন।
আরআর