প্লে-অফের আগে স্বস্তির খবর বেঙ্গালুরুর শিবিরে

ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও কাঁধের চোট—দুই মিলিয়ে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারাতে বসেছিল তাদের অন্যতম সেরা বোলিং অস্ত্রকে। প্লে-অফ নিশ্চিত করলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দলের কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় কোহলিদের শিবির। ঠিক এমন সময়ই স্বস্তির খবর পেল বেঙ্গালুরু—প্লে-অফ খেলতে ভারতে ফিরে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড।

চলতি আসরে তিনটি ম্যাচ মিস করেছেন, অথচ এখনও তিনিই বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে হ্যাজলউড সেরা উইকেটশিকারিদের মধ্যে চারে আছেন। ফলে তার অন্তভুক্তি নিশ্চিতভাবে বেঙ্গালুরুর জন্য বাড়তি শক্তি জোগাবে। দেশে ফিরে কাঁধের চোট পুনর্বাসন নিয়ে কাজ করেছেন হ্যাজলউড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যও প্রস্তুতি শুরু করেছিলেন ব্রিসবেনে। আগামী ১১ জুন লর্ডসে টেস্টের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। তার বেশ আগেই অবশ্য শেষ হবে আইপিএল।

কয়েকদিন আগেই প্লে-অফ নিশ্চিত করা বেঙ্গালুরু শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্যে লড়াই করছে। যদিও গত শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হতাশার হার দেখেছে কোহলি-সল্টরা। ২৩২ রানের লক্ষ্য তাড়ায় ১৮৯ রানেই থামে বেঙ্গালুরু।

যা লিগপর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে কিছুটা ঝুঁকিতে ফেলে দিয়েছে। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এখন টেবিলের তিনে রয়েছে। লিগপর্বের শেষ ম্যাচে তারা ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে।

সেই ম্যাচের আগে হ্যাজলউডের প্রত্যাবর্তন বেঙ্গালুরুর জন্য বাড়তি পাওনা। সেই ম্যাচ নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে বলেন, ‘আরসিবির জন্য ভালো বিষয় হচ্ছে তারা লিগপর্বের শেষ ম্যাচ খেলতে নামছে। তার আগে তারা জানে তাদের বর্তমান অবস্থান কী এবং কী করতে হবে।’ দলে হ্যাজলউডের অনুপস্থিতি পূরণের চেষ্টা করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিডি।

তবে জাতীয় দলের ব্যস্ততায় তাকে প্লে-অফে পাবে না বেঙ্গালুরু। ইতোমধ্যে এই প্রোটিয়া গতিতারকার বদলে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নেওয়া হয়েছে।

এদিকে, বেশ কিছুদিনের বিরতির পর ফেরা হ্যাজলউড চলতি আসরে ১৮ উইকেট নেওয়ার পথে ১৭.২৭ গড় এবং ৮.৪৪ ইকোনমিতে বল করেছেন। উইকেটের দিক থেকে বেঙ্গালুরুর দ্বিতীয় সেরা বোলার ক্রুনাল পান্ডিয়া (১৫) এবং যশ দয়াল (১০)।

এ ছাড়া চলতি আসরে এখনও একাদশে সুযোগ না মেলা শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারাও আছেন বেঙ্গালুরুর স্কোয়াডে। সবমিলিয়ে আইপিএলের প্রথম শিরোপা প্রত্যাশী বেঙ্গালুরু মিশ্র অনুভূতি নিয়েই প্লে-অফে খেলতে নামবে।

আরএম/এসএন 



Share this news on:

সর্বশেষ

পপি নায়িকা না হলে কেউ চিনত না: ওমর সানী May 25, 2025
img
কুষ্টিয়া-৩ (সদর)আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমীর হামজা May 25, 2025
img
ভাঙল ১৭ বছরের সংসার, নতুন প্রেমে ‘ফ্যান্টাস্টিক ফোর’ অভিনেত্রী May 25, 2025
img
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক হান্নান May 25, 2025
img
পড়ে গিয়ে একসঙ্গে দু'হাত ভাঙলেন অভিনেত্রী নন্দিনী May 25, 2025
img
পদত্যাগ করলেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট May 25, 2025
img
লাহোরের ফাইনাল স্কোয়াডে রিশাদ, জায়গা হয়নি সাকিবের May 25, 2025
img
সায়রা বানুর কাছে যাওয়ার আগে এক প্লেট পেঁয়াজ খেতেন অভিনেতা! May 25, 2025
img
বৃষ্টির সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস May 25, 2025
বিয়ের পর থেকেই সাফল্যের জোয়ারে ভাসছেন মেহজাবীন May 25, 2025
সন্দীপ রেড্ডি নতুন সিনেমায় নেই দীপিকা! প্রভাসের বিপরীতে কে? May 25, 2025
ভুয়া ফলোয়ার দিয়ে কোটিপতি এমবাপ্পে! May 25, 2025
হাসানের মৃত্যুতে সারজিসের ক্ষোভ, কালপ্রিটদের বিচার দাবি May 25, 2025
img
দুই প্রকল্পে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ সহায়তা দিলো বিশ্বব্যাংক May 25, 2025
img
ভারতীয় উপকূলে ডুবল ৬৪০ কনটেইনারের জাহাজ May 25, 2025
img
আইপিএল ধারাভাষ্যে আয়ের দিক থেকে কে এগিয়ে? May 25, 2025
img
সমঝোতার আহ্বান, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবি পার্টি May 25, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা যোগ দিলেন ছাত্রদলে May 25, 2025
img
এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে : হাসনাত May 25, 2025
img
বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী May 25, 2025