ইতিহাসে প্রথমবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। গেল বুধবার শারজাহতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটাররা বড় রান করতে পারেননি। ১৬২ রানের পুঁজি শেষ পর্যন্ত যথেষ্টও হয়নি আরব আমিরাতের সামনে। ফলে হারতে হয় সিরিজ।
এবার বাংলাদেশ দল খেলতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে। সাবেক নির্বাচক হান্নান সরকার অবশ্য আশাবাদী এই সিরিজ নিয়ে। আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান বলছিলেন, 'আমি আসলে পাকিস্তানকে খুব বড় দল হিসেবে চিন্তা করি না। কারণ পাকিস্তানের সম্পর্কে সবসময় প্রেডিকশন করতে ভয় পাই, কারণ আমরা বলতে পারি, যে কোনো কিছু হতে পারে। সেই জায়গা থেকে পাকিস্তান ভালো দল নো ডাউট।'
আমিরাত সিরিজের পরেই ব্যাটিং ইউনিটের ব্যর্থতার পাশাপাশি লিটনও কথা বলেছিলেন শিশিরের প্রভাব নিয়ে, ‘আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’
পাকিস্তান সিরিজে আশাবাদী হওয়ার কারণ হিসেবেও হান্নান সরকার বললেন শিশিরের কথা, ‘আরব আমিরাতের থেকে অবশ্যই ভালো দল পাকিস্তান, বিনা দ্বিধায় বলতে হবে। কিন্তু আমাদের দলটা খারাপ না খেয়াল করলে দেখবেন যে, আরব আমিরাতের সাথে আমরা যে ম্যাচগুলো হেরেছি সেখানে কিন্তু ডিউয়ের কথাটা বারবার আলোচনায় আসছে। পাকিস্তানে সে ধরনের ডিউ আমরা দেখছিনা পিএসএলে। স্বাভাবিকভাবে যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারছি।'
টিকে/টিএ