বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট শেষ করেছেন তার কানস চলচ্চিত্র উৎসব ২০২৫-এর সফর, যা ছিল স্টাইল ও গ্ল্যামারে ভরপুর এক অভিজ্ঞতা।
উৎসবের শেষ দিনে আলিয়া নজর কাড়েন গুচি (Gucci)-র তৈরি এক অনন্য শাড়ি পরে। এই প্রথমবারের মতো বিশ্বখ্যাত ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচি একটি শাড়ি ডিজাইন করেছে, আর সেই শাড়িতেই রেড কার্পেট মাতান আলিয়া। রূপালি রঙের শাড়িটিতে ছিল অসংখ্য স্বারোভস্কি ক্রিস্টালের ঝলক, যার সঙ্গে পরেছিলেন মানানসই ব্লাউজ এবং লেহেঙ্গা স্টাইলের স্কার্ট।
তার মেকআপ ছিল হালকা, চোখে ছিল হালকা স্মোকি লুক আর ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। গলায় ছিল হিরের নেকলেস। আলিয়া চুল খুলে রেখেছিলেন, যাতে পুরো লুক ছিল একদম এলিগ্যান্ট।
এর আগে আলিয়া তাঁর জন্মদিনে এক প্রেস ইন্টারভিউতে জানিয়েছিলেন, এটি তাঁর প্রথম কানস অংশগ্রহণ, আর তিনি বেশ নার্ভাস ও উচ্ছ্বসিত ছিলেন। মেকআপ ও বিউটি কনটেন্ট নিয়েও তার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তিনি একটি টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি নীল ও গোলাপি আইশ্যাডো নিয়ে এক্সপেরিমেন্ট করছেন।
কানস উৎসবে আলিয়ার এটি ছিল প্রথমবারের উপস্থিতি। তিনি প্রথম দিন এসেছিলেন স্কিয়াপারেলি ব্র্যান্ডের একটি অফ-শোল্ডার ক্রিম রঙের গাউনে। গাউনে ছিল সুন্দর লেস আর ফুলের কাজ, যা সবাইকে মুগ্ধ করে।
দ্বিতীয় লুকে তিনি পরেছিলেন ঝকঝকে এক গাউন, যা দেখে অনেকেই বলেছিলেন, আলিয়া যেন বহুদিন ধরেই এই রেড কার্পেটে হাঁটছেন! এমনকি আলিয়া ফটোগ্রাফারদের দিকে হেসে "নমস্তে" জানিয়ে ভারতীয় ঐতিহ্যকেও তুলে ধরেন।
দুই রেড কার্পেট লুকের মাঝে আলিয়া যোগ দিয়েছিলেন ল’অরিয়াল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে নারী কণ্ঠের শক্তিকে সম্মান জানানো হয়। সেখানে তিনি পরেছিলেন আরমানি প্রিভে-র একটি কালো স্ট্র্যাপলেস গাউন, যার গলার কাছটা ছিল রত্নখচিত। সঙ্গে ছিল একটি হালকা হেডপিস ও শুধুমাত্র একটি হীরের আংটি।
আরএ/এসএন