দিল্লি ক্যাপিটালসের হয়ে গতকাল জয়ের ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। তবে এবারের আইপিএলে দিল্লির শেষ ম্যাচেই দুঃসংবাদ পেয়েছেন বাঁহাতি পেসার।
বাম হাতের বুড়ো আঙুলে চোট পান মুস্তাফিজ।
পরীক্ষার পর জানা গেছে তার আঙুলে চিড় রয়েছে। এ জন্য কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। আর বিশ্রামের অর্থ পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না ২৯ বছর বয়সী পেসারের। আজ এক বিবৃতি দিয়ে তার ছিটকে যাওয়ার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাফিজের চোটের বিষয়ে জাতীয় দলের দেলোয়ার হোসাইন সিভা বলেছেন, ‘গতকাল আইপিএলের শেষ ম্যাচে মুস্তাফিজ বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তাতে চিড় ধরা পড়েছে। পুনর্বাসনের জন্য তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। দুই থেকে তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।
মুস্তাফিজ ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। এর আগে চোটের কারণে ছিটকে যান সৌম্য সরকারও। বাঁহাতি ব্যাটারের বদলে দলে জায়গা পান মেহেদী হাসান মিরাজ। আগামী ২৮ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে লাহোরে।
টিকে/টিএ