মেয়ে আমার জন্য কেক বানিয়েছে, এটাই তো সবচেয়ে বড় উপহার : মিথিলা

অভিনেত্রীর বাইরেও তিনি একজন গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার। শুধু তা-ই নয়, একজন লেখক এবং উন্নয়নকর্মীও। গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বই লেখেন তিনি। এক নামের পাশেই যার এত পরিচয় তার গুণ সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না।

বলছিলাম নন্দিত মডেল ও অভিনেত্রী মিথিলার কথা। পুরো নাম রাফিয়াত রশীদ হলেও মিথিলা নামেই তিনি সর্বজন পরিচিত। স্বামী, সংসার ও সন্তান; নিজেকে শুধু এই তিন ‘স’-তে আবদ্ধ রাখেননি; রূপে, গুণে আর অভিনয়ে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য মাত্রায়।

আজ এই অভিনেত্রীর জন্মদিন।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার আগে থেকেই সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন মিথিলা। তবে তার দিনের শুরুটা বেশ চমৎকারভাবে হয়েছে বলে জানান তিনি।



মায়ের জন্মদিন উপলক্ষে তার একমাত্র মেয়ে আইরা তাহরিম খান নিজ হাতে কেক বানিয়েছেন এবং সেই কেক কেটেই জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় মিথিলার। অভিনেত্রী বললেন, ‘আইরা আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উপহার।

সে টুকটাক অনেক কিছুই করার চেষ্টা করে, আমার কাজে আমাকে সব সময় ভীষণভাবে সহযোগিতা করে। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেয়। এগুলোই তো আমাকে আনন্দ দেয়।’

কালের কণ্ঠের সঙ্গে যখন মিথিলার আলাপ হচ্ছিল তখন তিনি অফিসে। জন্মদিন কেমন কাটছে প্রশ্ন করতেই এমন কথাগুলো বলছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এরপর তিনি বললেন, এখন অফিসে আছি। কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। সবাই জন্মদিন ঘিরে নানা রকম ভালোবাসায় মোড়ানো শুভেচ্ছা বার্তা দিচ্ছে, ভালো কাগছে। জন্মদিন নিয়ে তো তেমন কোনো পরিকল্পনা থাকে না। অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বের হবো। একটু ঘুরব তারপর মা-মেয়ে একসঙ্গে বাহিরে ডিনার করব। পুরো সময়টা আইরার জন্য।

প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক চরাই- উতরাই পার করেছেন। তবে কোনো কিছু নিয়েই তার কোনো অভিযোগ নেই। প্রাপ্তির তালিকায় সবার কাছ থেকে পাওয়া ভালোবাসাটাই তার কাছে মুখ্য।

মিথিলা বললেন, ‘সত্যি বলতে, এখন পর্যন্ত যা পেয়েছি, জীবন আমাকে যা দিয়েছে তাতেই আমি তৃপ্ত। অনেক কিছু পেয়েছি। এর বাইরে আমার কোনো অভিযোগ নেই। এতটা সময় ধরে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, এটা আমার জন্য আশীর্বাদ।’

 কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এ ছাড়া ওটিটিতে গেল ঈদে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২। দুটো কাজ থেকেই পেয়েছেন দর্শকের প্রশংসা ও ভালোবাসা।



মিথিলার ভাষ্যে, “আমি তো খুব বেশি কাজ করি না। বছরে একটা কিংবা দুইটা কাজ করি। সারা বছরই তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে যখন ভালো কোনো প্রজেক্ট পাই তখন একটু সময় বের করে অভিনয় করার চেষ্টা করি।

সম্প্রতি মুক্তি পাওয়া দুটো কাজ থেকেই দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২-এর জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছি।”

এর মধ্যে নতুন কোনো কাজে এখনো চুক্তিবদ্ধ হননি বলেও জানান তিনি। এর বাইরে তিনি এখন ব্যস্ত রয়েছেন পিএইচডি সম্পন্ন করা নিয়ে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কান জয়ে ব্যস্ত আলিয়া, ‘সুপারড্যাড’ রণবীরের সঙ্গেই দিন কাটছে রাহার May 26, 2025
img
আসামের মুখ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশেরও দুটি ‘চিকেন নেক’ আছে May 26, 2025
img
নরসিংদীতে ডিবি পুলিশের গাড়ি ভাঙচুর, হামলায় আহত ৭ May 25, 2025
গোয়েন্দা সংস্থা বিতর্কে যা জানালেন বাঁধন May 25, 2025
অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোয় সমর্থন নেই জামায়াতের: ডা. শফিকুর রহমান May 25, 2025
জাপানের ৮৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটাবে সোলার প্যানেল May 25, 2025
img
অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগ হতে পারে May 25, 2025
img
৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে May 25, 2025
জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে: জামায়াত আমীর May 25, 2025
img
‘স্বৈরাচারের মতো কিছু উপদেষ্টাও নির্বাচনের কথা শুনলে ভয় পান’ May 25, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব May 25, 2025
img
মেয়েকে নিয়ে পরিচালক প্রভাতের খোলা চিঠি May 25, 2025
img
২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা May 25, 2025
img
প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি May 25, 2025
নির্বাচন হলে বিএনপিই সরকার গঠন করবে মন্তব্য নুরের May 25, 2025
এনসিপি থেকে জিকোর অব্যাহতি May 25, 2025
বন্দর নিয়ে সর্বশেষ যা জানালো প্রেস সচিব | May 25, 2025
img
আ. লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা May 25, 2025
img
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৬ জুন May 25, 2025
img
গাজার ৭৭ শতাংশ ভূখণ্ড দখলে নিল ইসরায়েল May 25, 2025