সব কিছুই চূড়ান্ত ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। আজ সেটিও নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলোত্তির উত্তরসূরি জাবি আলানসোই।
ক্লাবের সাবেক মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রিয়ালের হয়ে শেষবারের মতো ডাগআউটে দাঁড়িয়েছিলেন আনচেলোত্তি। ইতালিয়ান কোচের বিদায়ের পরদিন আলানসোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করল লস ব্ল্যাংকোসরা। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালকে পথ দেখাবেন ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ।
আগামীকাল ঘরের সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করে দেবে রিয়াল।
রিয়ালের হয়ে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ২৩৬ ম্যাচ খেলেছেন আলানসো। এ সময় দলটির হয়ে মোট ছয়টি মেজর শিরোপা জিতেছেন। অন্যদিকে স্পেন জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচ খেলা এই মিডফিল্ডার একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জিতেছেন।
রিয়াল বাদেও লিভারপুল-বায়ার্ন মিউনিখের মতো দলের মাঠ মাতিয়েছেন তিনি। তবে ২০০০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন স্পেনের আরেক দল রিয়াল সোসিয়েদাদের হয়ে।
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে রিয়ালের যুব একাডেমিতে কোচিং ক্যারিয়ার শুরু করেন আলানসো। পরে সোসিয়েদাদের বি দলেরও কোচিং করান। তবে সিনিয়র পর্যায়ে কোচিং শুরু করেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন দিয়ে।
২০২২ সালে দায়িত্ব নিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। বায়ার্ন মিউনিখের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় লেভারকুসেনকে চ্যাম্পিয়ন করে।
টিকে/টিএ