বলিউডের জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় পর্বে এবার অভিনয়ের মঞ্চে আসছে নতুন চমক। জানা গেছে, ‘ডন ৩’-এর প্রধান নারী চরিত্রে এবার দেখা যাবে কৃতি শ্যাননকে। আগে এই চরিত্রে ছিলেন কিয়ারা আদবানি, কিন্তু গর্ভাবস্থার কারণে তিনি স্বেচ্ছায় সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। কিয়ারার সরে দাঁড়ানোয় নির্মাতারা নতুন মুখের সন্ধানে ছিলেন, আর সেই জায়গায় প্রায় নিশ্চিতভাবে জায়গা করে নিচ্ছেন কৃতি।
এই প্রথমবার কৃতি শ্যানন ও রণবীর সিংকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। শুধু তাই নয়, পরিচালক ফারহান আখতারের পরিচালনায় এটিই কৃতির প্রথম কাজ। বলিউডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্মাতারা কৃতির মধ্যে সেই তাজা উদ্দীপনা, তীব্রতা ও অ্যাকশন সামর্থ্য খুঁজে পেয়েছেন, যা নতুন যুগের ‘ডন’ চরিত্র ও তার জগতের সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।
‘ডন ৩’-তে ডনের ভূমিকায় থাকছেন রণবীর সিং। এক দশকেরও বেশি সময় পর আবার পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। ইউরোপের বিভিন্ন বিলাসবহুল লোকেশনে হবে এই সিনেমার শুটিং। সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যের জন্য থাকছে আন্তর্জাতিক মানের স্টান্ট দল, যারা বিশ্বমানের চেজ, লড়াই এবং ভিজ্যুয়াল অ্যাকশন দৃশ্য পরিকল্পনা করছেন। সিনেমার চিত্রনাট্য প্রায় চূড়ান্ত, শুধু কিছু অ্যাকশন কোরিওগ্রাফি ও সামান্য সংযোজন বাকি। নির্মাতারা আশা করছেন, ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর মাসে শুটিং শুরু হবে।
এরই মধ্যে কৃতি শ্যাননের হাতে রয়েছে একাধিক ব্যস্ত প্রকল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’। পাশাপাশি আনন্দ এল. রাইয়ের সঙ্গে কাজ করছেন একটি হরর থ্রিলারে, যার নাম ‘নাই নবেলি’ এবং যেটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০০৬ ও ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ও ‘ডন ২’ থ্রিলার ঘরানায় বলিউডে নতুন মাত্রা এনেছিল। এবার আসছে ‘ডন ৩’, যা নতুন ডন, নতুন নারী চরিত্র এবং আরও আন্তর্জাতিক মানের গুপ্তচর থ্রিলার।
সব মিলিয়ে ‘ডন ৩’ হতে চলেছে বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিক্যুয়েল। সিনেমাটি শুধু একটি কাহিনির নয়, বরং এক নতুন যুগের ‘ডন’ গাথা রচনার প্রস্তুতি।
এসএম