অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘ইনসাফ’ পরিচালনা করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ৮২ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছেন। এতে উঠে এসেছে প্রেম, ভালোবাসা, প্রতিশোধ এবং ন্যায়ের লড়াইয়ের গল্প।
শেয়ার করা ভিডিওতে যেন ঝড় তুলেছে শরীফুল রাজ। নিজেকে ভেঙেচুরে নতুন করে আবিস্কার করেছেন। এক সময়ের ত্রাশ ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ।
কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায়। হাতে কুড়াল মুখে জলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা। ইউসুফ কোনো সাধারণ মান্তান নয়। এদিকে ফারিনের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিনের মুখে।
সবমিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ‘ইনসাফ’। টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শর্টগান তিনি বলেন, ‘আমি অমানুষ মারি মানুষ মারি না।’
শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে সিনেমাপ্রেমীরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘দাদা অভিনন্দন জানাই। ইনসাফ সিনেমা, আপনার এবং ইনসাফ সিনেমা টিমের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।’ আরেকজনের কথায়, ‘ও ভাইরে ভাই এটা কি বানালেন আপনি পুরাই জোশ।
প্রসঙ্গত, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি।
আরএ/টিএ