মেসিদের কোচ নিয়ে বিতর্ক, চাকরি থেকে হতে পারেন বরখাস্ত!

মেজর সকার লিগের (এমএলএস) গত মৌসুমে ইতিহাস গড়ে সর্বোচ্চ পয়েন্ট আদায় করে নিয়েছিল লিওনেল মেসিদের ইন্টার মায়ামি। যা তাদের টুর্নামেন্টের স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে দেয়। দলটি এই মুহূর্তে মেসির আগমনের পর সবচেয়ে বাজে সময় পার করছে। সর্বশেষ ৮ ম্যাচে জয় মাত্র একটি এবং হজম করেছে ২৩ গোল। যা সমালোচনার তিরে বিদ্ধ করছে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানোকে।

আর্জেন্টিনার সাবেক এই তারকা ডিফেন্ডারের ওপর তোপ দেগেছেন ইন্টার মায়ামির সমর্থকরা। মাশ্চেরানো নিজেও দলের এই বাজে অবস্থার দায় নিজের কাঁধে নিয়েছেন, ‘আমাদের স্বাধীনভাবে খেলা প্রয়োজন। এটি শুধু সেই সময়ে নয় যখন আমরা দুই গোলে পিছিয়ে পড়ি। একেবারের শুরুর মিনিট থেকেই যেন তারা এই মনোভাব নিয়ে খেলে সেই বার্তা তাদের দেওয়া হয়েছে। এখানে আমিই দায়ী, তোমরা কেবল ফুটবল খেলো, অন্য কিছুর আতঙ্কে থাকতে হবে না।’

‘দিনশেষে এটি একটি খেলা। আমাদের সেটি নিয়মমতোই খেলতে হবে। যদি আমরা নিজেদের নিজস্ব ধারায় খেলা থেকে বিরত রাখি, তাহলে খেলাটা কঠিন হয়ে যাবে। সে কারণে সবার মাঝে সেই স্বস্তিদায়ক বার্তাটা দেওয়ার চেষ্টা করি’, আরও যোগ করেন মাশ্চেরানো। তাকে ঘিরে করা সমালোচনার দেখে অবশ্য মানতে পারেননি মায়ামির ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। কোচের যত পরিকল্পনা ও কৌশল থাকুক না কেন, মাঠে তার বাস্তবায়ন করতে না পারলে খেলোয়াড়দেরই দায় নেওয়া উচিৎ বলে দাবি এই ফুটবলারের।

নোয়াহ অ্যালেন বলেন, ‘আমার মতে (মাশ্চেরানোর) সমালোচনা যৌক্তিক নয়। আমি দেখি সবাই আগে কোচের দিকে তাকায় বা তাকে দায় দেয়।

ফলাফল পক্ষে না এলে এমনটা হয় আমি বুঝি, তবে দায়টা আগে খেলোয়াড়দেরই নিতে হবে। তিনি মাঠে থাকেন না, আমরাই খেলি। ফলে দায়িত্বটা আমাদের নিতে হবে, এখন আমরা কঠিন সময় পার করছি। এই বছর সম্ভবত আমরাই (ভ্যাঙ্কুভারের সঙ্গে) সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। ফলে সেই চাপ আমাদের খেলায়ও পড়েছে। বিশ্বজুড়ে এমনটা হয়ে থাকে। তিনি আমাদের সহায়তা করছেন, নিজের সর্বোচ্চটা দিয়ে নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’

এদিকে, সম্ভবত নিজের প্রথম মৌসুমে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন মাশ্চেরানো। ইতোমধ্যে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় নেমেছে বলে উল্লেখ করেছে গোল ডটকম। এক্ষেত্রে তারা সাবেক আর্জেন্টাইন তারকা স্থলাভিষিক্ত করতে সম্ভাব্য নাম হিসেবে ক্লাব আমেরিকার ম্যানেজার আন্দ্রে জার্দিনের কথা ভাবছে। মেক্সিকান ক্লাবকে তিনটি লিগা এমএক্স টাইটেল জিতিয়েছেন এই কোচ। এ ছাড়া ইন্টার মায়ামির চিফ সকার অফিসার আলবার্তো মারেরো’র সঙ্গেও ভালো সম্পর্ক জার্দিনের।

চলতি মৌসুমে মায়ামির হয়ে নিজের পরিকল্পনাটা ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না মাশ্চেরানো। মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবারা ব্যর্থ হচ্ছে ফলাফল পক্ষে রাখতে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল দুটিতে জিতেছে মায়ামি। এমএলএসে গতবার পয়েন্ট টেবিলে রেকর্ডগড়া দলটি এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে সাত নম্বরে অবস্থান করছে। সবমিলিয়ে যা মাশ্চেরানোর অবস্থান নড়বড়ে করে দিয়েছে!

গত মৌসুমে আরেক আর্জেন্টাইন কোচ জেরার্দো টাটা মার্টিনোর অধীনে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি। যা দলটিকে ক্লাব বিশ্বকাপের টিকিট এনে দেয়। মৌসুম শেষে হঠাৎই দায়িত্ব ছেড়ে দেন মার্টিনো। পরে বার্সেলোনা ও জাতীয় দলে মেসিদের সাবেক সতীর্থ মাশ্চেরানো আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচিং ছেড়ে যোগ দেন মায়ামির ডাগআউটে। তার অধীনে মায়ামি জুন-জুলাইতে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে নাকি এর আগেই নতুন কাউকে বেছে নেয় সেটা সময়ই বলে দেবে। 

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পুলিশের পোশাকে জামায়াত প্রার্থীর পথসভায় বক্তব্য দেওয়ায় এএসআই বরখাস্ত Dec 15, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনেও কোনো রেমিট্যান্স আসেনি দেশের ১০ ব্যাংকে Dec 15, 2025
img
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৭ জনের, আহত ২০ Dec 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 15, 2025
img
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর Dec 15, 2025
img
রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা Dec 15, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমেছে দাম Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৬ Dec 15, 2025
img

চানখারপুলে ছয় হত্যা

হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় মেহেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার Dec 15, 2025
img
এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Dec 15, 2025
img
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের Dec 15, 2025
img
শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান Dec 15, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি Dec 15, 2025
img
আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সিঙ্গাপুর Dec 15, 2025
img
১৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 15, 2025
img

বুন্ডেসলিগা

টেবিলের তলানির দলের বিপক্ষে কোনোমতে হার এড়াল বায়ার্ন মিউনিখ Dec 15, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান Dec 15, 2025
img
সিডনির ঘটনায় প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী Dec 15, 2025
img
বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন Dec 15, 2025